fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

মঙ্গলবার, ২৬শে মে, ২০২০; ১২ই জ্যৈষ্ঠ, ১৪২৭; ২রা শাওয়াল, ১৪৪১
হোম গণমাধ্যম বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি হবে বিশ্বমানের: তথ্যমন্ত্রী
বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি হবে বিশ্বমানের: তথ্যমন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি হবে বিশ্বমানের: তথ্যমন্ত্রী

0

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটিকে বিশ্বমানের করে গড়ে তোলা হবে।বৃহস্পতিবার গাজীপুরের আন্দারমানিক এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটিতে মাস্টার প্লান অনুযায়ী উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে তিনি এসব কথা বলেন।

১০৫ একর ভূমিতে গড়ে উঠা বঙ্গবন্ধু ফিল্ম সিটির উন্নয়নের জন্য সরকার ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এখানে আন্তর্জাতিক মানের শুটিং স্পট, হেলিপ্যাড, রিসোর্ট, উন্নতমানের পিকনিক স্পট, ফুলের বাগানসহ মনোরম পরিবেশ গড়ে তোলা হবে।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন তথ্য সচিব আব্দুল মালেক, বঙ্গবন্ধু ফিল্ম সিটির ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল করিম, যুগ্ম সচিব নুজহাত ইয়াসমিন, পরিচালক কে এম আইয়ুব আলী, সহকারী পরিচালক (এফডিসি) মো. রফিকুল ইসলাম, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার শংকর দত্ত, জেলা তথ্য অফিসার জালাল আহমেদসহ তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ।

পরে মন্ত্রী বঙ্গবন্ধু ফিল্ম সিটির ক্যাফেটেরিয়া, লেকসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন।

 

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।