fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

শুক্রবার, ২৯শে মে, ২০২০; ১৫ই জ্যৈষ্ঠ, ১৪২৭; ৫ই শাওয়াল, ১৪৪১
হোম রাজনীতি ফখরুলসহ বিএনপির শীর্ষ চার নেতাকে আত্মসমর্পণের নির্দেশ
ফখরুলসহ বিএনপির শীর্ষ চার নেতাকে আত্মসমর্পণের নির্দেশ

ফখরুলসহ বিএনপির শীর্ষ চার নেতাকে আত্মসমর্পণের নির্দেশ

0

হত্যার হুমকির মামলায় মির্জা ফখরুলসহ বিএনপির শীর্ষ চার নেতাকে ছয় সপ্তাহ পর আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে এ সময়ের মধ্যে তাদের গ্রেফতার বা হয়রানি করা যাবে না বলে আদেশ দেন তারা।

এর আগে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪ নেতা হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছেন।

মঙ্গলবার (৬ আগস্ট) বেলা পৌনে একটায় বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এ আবেদনের শুনানি হয়।

এ মামলায় মির্জা ফখরুল ছাড়া অন্য আসামিরা হলেন, গয়েশ্বর চন্দ্র রায়, খন্দকার মোশাররফ হোসেন ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিককে হত্যার হুমকির অভিযোগে সোমবার বিএনপির ৯ নেতার বিরুদ্ধে মামলা করেন তিনি। ঐদিনই তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরেয়ানা জারি করেন আদালত।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।