fbpx
হোম প্রবাস প্রবাসীদের জন্য শিগগির চালু হবে স্মার্ট আইডি কার্ড: প্রধান নির্বাচন কমিশনার
প্রবাসীদের জন্য শিগগির চালু হবে স্মার্ট আইডি কার্ড: প্রধান নির্বাচন কমিশনার

প্রবাসীদের জন্য শিগগির চালু হবে স্মার্ট আইডি কার্ড: প্রধান নির্বাচন কমিশনার

0

বিশ্বের অন্যান্য উন্নত দেশের মতো বাংলাদেশের স্মার্ট আইডি কার্ড দিয়ে সকল কাজ করা যাবে। প্রবাসিদের স্মার্ট আইডি কার্ড সহজে পেতে প্রবাসিদের দোরগোড়ায় আসবে কর্তৃপক্ষ। শিগগিরই এই কাজ শুরু হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

সোমবার বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই আয়োজিত প্রবাসিদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। সভার শুরুতে এনআইডির বিভিন্ন দিক নিয়ে প্রবাসিদের উদ্দেশে কথা বলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশর রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান। কনসুলেট সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান।

কনসুলেটের দূতালয় প্রধান প্রবাস লামারংয়ের পরিচালনায় বিভিন্ন প্রশ্ন করেন প্রকৌশলী আবু জাফর চৌধুরী, অধ্যাপক এম,এ,সবুর, ড. রেজা খাঁন, কাজী গুলশান আরা, আইয়ুব আলী বাবুল, কাজী মোহাম্মদ আলী, প্রকৌশলী জিল্লুর রহমান, আবুহেনা চৌধুরী, হাজী শফিকুল ইসলাম, সাইফুদ্দীন আহমেদ, মীর আহমেদ, কাউছার নাজ নাসের, সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, লুৎফুর রহমান , সিরাজুল ইসলাম, মহিউল করিম আশিকসহ অনেকে।

প্রবাসিদের মাঝে দ্রুত আইডি কার্ড প্রদান করতে দূতাবাসে জাতীয় পরিচয়পত্রের একটি টীম পাঠানো হবে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, রোহিঙ্গারা পাসপোর্ট নিয়ে যে বিতর্কের সৃষ্টি করেছে, সেটি যেন জাতীয় পরিচয়পত্রে থাকে না সে জন্য আমাদের সাথে দেশপ্রেমি প্রবাসিদেরও সহযোগিতা লাগবে।

সভাপতির বক্তব্যে কনসাল জেনারেল ইকবাল হোসন খান বলেন, কমিউনিটির কেউ যদি অন্যায়ভাবে কারো জাতীয় পরিচয়পত্র প্রাপ্তিতে তদবির করেন, তাহলে যথাযথ ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ কনসুলেট জেনারেল প্রস্তুত থাকবে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *