fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০১৯; ৩রা কার্তিক, ১৪২৬; ১৭ই সফর, ১৪৪১
হোম জাতীয় পেঁয়াজ আমদানি হলেও খুচরা বাজারে দাম কমেনি
পেঁয়াজ আমদানি হলেও খুচরা বাজারে দাম কমেনি

পেঁয়াজ আমদানি হলেও খুচরা বাজারে দাম কমেনি

4
0

শুক্রবার বিশেষ ব্যবস্থায় হিলি ও সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দেশে ঢুকেছে ২৫৭ ট্রাক ভারতীয় পেঁয়াজ। এর আগে বৃহস্পতিবার রাতে মিয়ানমার থেকে ২০ ট্রাক পেঁয়াজ ঢুকেছে চট্টগ্রামের খাতুনগঞ্জে। এছাড়া মিসরের পেঁয়াজের চালানও ঢাকায় পৌঁছেছে। ট্রাক ঢোকার পর হিলি স্থলবন্দরে এদিন ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৫০ থেকে ৫২ টাকা কেজিদরে। চট্টগ্রামের পাইকারি বাজারে ভারতীয় পেঁয়াজ ৭০-৭৫ টাকা ও মিয়ানমারের পেঁয়াজ ৬০ থেকে ৬২ টাকায় বিক্রি হয়েছে। এর প্রভাব পড়েছে রাজধানী ঢাকার পাইকারি বাজারেও। এদিন ঢাকার শ্যামবাজারে (পাইকারি) ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৬০-৭০ টাকা কেজিদরে। মিসরের পেঁয়াজ বিক্রি হয়েছে ৫০-৬০ টাকা কেজিতে। দেশি পেঁয়াজ ৯০-৯৫ টাকা।

তবে খুচরা বাজারের চিত্র খুব একটা বদলায়নি। রাজধানীর কারওয়ান বাজারে (খুচরা) শুক্রবার দেশি পেঁয়াজ বৃহস্পতিবারের মতোই বিক্রি হয়েছে ১০০-১১০ টাকায় (ভালোটা ১২০ টাকা), ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৯০-১০০ টাকায়, মিসরের পেঁয়াজ ৮০-৯০ টাকায়। রাজধানীর অন্যান্য বাজার এবং চট্টগ্রামসহ সারা দেশের বাজারের চিত্রও প্রায় একই ছিল।

(4)

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।