fbpx
হোম রাজনীতি পুলিশ-র‌্যাব রেখে রাজপথে নামুন,আওয়ামী লীগকে মঈন খান
পুলিশ-র‌্যাব রেখে রাজপথে নামুন,আওয়ামী লীগকে মঈন খান

পুলিশ-র‌্যাব রেখে রাজপথে নামুন,আওয়ামী লীগকে মঈন খান

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, গত ১২ বছরে ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে এক লাখ এক হাজার মামলা দেয়া হয়েছে। অথচ সরকার মশকরা করে বলে বিএনপি আন্দোলন করতে জানে না।

আপনারা আওয়ামী লীগ তো আন্দোলন করতে জানেন, তাহলে পুলিশ-র‌্যাবকে ব্যারাকে রেখে রাজপথে নামুন- তখন দেখিয়ে দেব বিএনপি আন্দোলন করতে জানে কিনা।

জাতীয় প্রেস ক্লাবে বুধবার দুপুরে এক মতবিনিময় সভায় মঈন খান এসব কথা বলেন। বর্তমান প্রেক্ষাপটে ভোটের অধিকার ও গণতন্ত্র’ শীর্ষক সভার আয়োজন করে অন্তরে মম শহীদ জিয়া নামের একটি সংগঠন।

আওয়ামী লীগকে উদ্দেশ করে মঈন খান বলেন, প্রশাসন দিয়ে ক্ষমতায় থাকা যায় কিন্তু মানুষের অন্তরে কোনোদিন স্থান পাওয়া যায় না। হুমকি-ধমকি দিয়ে মানুষকে ভয় দেখানো যায় কিন্তু কোনোদিন মানুষের মন জয় করা যায় না।

মঈন খান বলেন, আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে ইতিহাস দেখুন। তারা চিরদিন একই নীতিতে চলছে। তারা মানুষকে ভয় দেখিয়েছে, মানুষকে নির্যাতন-অত্যাচার করেছে।

২০০৬ সালে কীভাবে লগি-বৈঠা দিয়ে রাস্তায় মানুষকে হত্যা করা হয়েছিল। বিএনপি সেই নির্যাতন-অত্যাচারে বিশ্বাস করে না। আমরা শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও উদারনৈতিক একটি রাজনৈতিক দল। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আমরা ভোটের অধিকারে বিশ্বাসী।

মঈন খান বলেন, ভোটের মাধ্যমে এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে। ভোটের মাধ্যমে এ দেশের ক্ষমতার পটপরিবর্তন করতে হবে। আর সেই বিশ্বাসে বিশ্বাসী হয়ে আমরা গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এ দেশের পরিবর্তন চাই।

তিনি বলেন, বিভিন্ন সময় বিভিন্ন দেশে অত্যাচার-নির্যাতন চালিয়ে স্বৈরাচারী ফ্যাসিস্টরা ক্ষমতা দখল করেছিল, কিন্তু তারা কোনো সময় চিরদিন টিকে থাকতে পারেনি। এটাই হচ্ছে প্রকৃত সত্য এবং প্রকৃত ইতিহাস।

আয়োজক সংগঠনের উপদেষ্টা ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমত উল্লাহ, কৃষক দলের সদস্য লায়ন মো. আনোয়ার, কেএম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *