fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২০; ২৯শে শ্রাবণ, ১৪২৭; ২২শে জিলহজ্জ, ১৪৪১
হোম অন্যান্য পরম করুনাময় আল্লাহর অস্তিত্বে মনে প্রাণে বিশ্বাস করি: শাওন
পরম করুনাময় আল্লাহর অস্তিত্বে মনে প্রাণে বিশ্বাস করি: শাওন

পরম করুনাময় আল্লাহর অস্তিত্বে মনে প্রাণে বিশ্বাস করি: শাওন

0

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন গান নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তার সেই স্ট্যাটাস  চেঞ্জ টিভির পাঠকদের জন্যে তুলে ধরা হলো..।।

অনেক কিছুতে নিয়মিত না হলেও পরম করুনাময় আল্লাহর অস্তিত্বে আশ্বাসে এবং বিচারে মনে প্রাণে বিশ্বাস করি।

কিন্তু আমি যে গান শুনি! গান গাই!! গান ভালোবাসি!!!
এই সুন্দর ফুল, সুন্দর ফল মিঠা নদীর পানি! খোদা তোমার মেহেরবানী। এ গান যে আমার বড্ড প্রিয়…
এ গান কি বিশ্বাসীদের জন্য হারাম! তবে কি আমি ভুল!!!

আর বরিষ ধরা মাঝে শান্তির বারি— এযে রবি ঠাকুরের গান!!! প্রিয় বললে কি আমার অন্যায় হবে!

জানিনা। হে পরম করুনাময় আল্লাহ— তবে তোমার রিমান্ডেই আমাকে নেয়া হোক। এই মানবজাতির রিমান্ডে আমার যে বড্ড ভয়…

#শরীয়ত_বয়াতী_শক্ত_থাকুক
#ধর্ম_আমাদের_দুর্বলতা_নয়_শক্তি_হোক

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।