fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

বুধবার, ৩রা জুন, ২০২০; ২০শে জ্যৈষ্ঠ, ১৪২৭; ১০ই শাওয়াল, ১৪৪১
হোম গণমাধ্যম নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে টাইম টিভি নিষিদ্ধ
নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে টাইম টিভি নিষিদ্ধ

নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে টাইম টিভি নিষিদ্ধ

0

নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটিতে পরিচিত সংবাদমাধ্যম টাইম টেলিভিশনকে এবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে ঢুকতে দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী দেশে ফেরার আগে জাতিসংঘের বাংলাদেশ মিশনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে টাইম টেলিভিশনকে যথারীতি আমন্ত্রণও জানানো হয়েছিল। কিন্তু শেষ মূহুর্তে ফোনে জানিয়ে দেওয়া হয়, ঢুকতে দেওয়া হবেনা।

শুধু তাই নয়, সংবাদ সম্মেলনে এক সাংবাদিককে দু দফা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে টাইম টিভি কর্তৃপক্ষ জানায়, এটাতো কোন দলীয় নেত্রীর সংবাদ সম্মেলন ছিলো না। একজন সরকার প্রধান একটি সভ্য গণতান্ত্রিক দেশে বড় ইভেন্টে যোগ দেওয়ার পর সংবাদ সম্মেলন ডাকবেন আর সেখানে কোন গণমাধ্যমের সঙ্গে অতি উতসাহীরা অসভ্য আচরণ করবেন, এটা মানা যায় না।

এ ঘটনার পর নিউইয়র্কের বাংলা গণমাধ্যমের সাতজন সম্পাদক, যারা টাইম টেলিভিশন নিষিদ্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলনটি বর্জন করেছেন। এ নিয়ে নিউইয়র্ক সাংবাদিক ও প্রবাসী কমিউনিটিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে জানা গেছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।