fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

বুধবার, ৮ই এপ্রিল, ২০২০; ২৫শে চৈত্র, ১৪২৬; ১৩ই শাবান, ১৪৪১
হোম রাজনীতি দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন শাবনূর
দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন শাবনূর

দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন শাবনূর

173
0

চিত্রনায়িকা শাবনূর । একসময়ের ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী ।

২০১২ সালের ২৮ ডিসেম্বর দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেন শাবনূর ও অনীক মা’হমুদ। বিয়ের পরের বছরের ২৯ ডিসেম্বর এই দম্পতি ছেলেসন্তানের মা-বাবা হন। তাদের ছেলের নাম আইজান নেহান। বর্তমানে সে অস্ট্রেলিয়ায় শাবনূরের সঙ্গেই থাকে। কিন্তু হঠাত স্বামী অনীকের কাছে বিচ্ছেদ চেয়ে নোটিশ পাঠান শাবনূর।

এরপর থেকে শুরু হয় নানান জল্পনা-কল্পনা। আবার কবে বিয়ে করছেন শাবনূর ? বিয়ের পর ছেলেকে নিয়ে কোথায় স্থায়ী হবেন তিনি।

তবে অনেকেই শাবনূরকে নিয়ে এই ধরণের প্রশ্ন ছুঁড়লেও কেউ কেউ বলছেন, শিগগির বিয়ের পিঁড়িতে বসবেন শাবনূর। মূলত ডিভোর্সের পর থেকে যখনই নায়িকার বিয়ে নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া ঠিক তখনই দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন শাবনূর।

গণমাধ্যমে বললেন, নতুন (দ্বিতীয়) বিয়ে নিয়ে কোনোই চিন্তা নেই তার। এসময় শাবনূর আক্ষেপ করে এও বলেন, আসলে আমার সংসার হয়নি। হয়তো এটা আমার ভাগ্যে ছিল না। তাই বলে যে আবার বিয়ে করবো, সেটা সম্ভব না। আর এমনটা ভাবাও এই মুহূর্তে ঠিক হচ্ছে না। আমি এখন আমার সন্তানকে নিয়েই ভাবছি। ওকে গড়ে তোলার কাজে মনোযোগী হবো। এখানে (অস্ট্রেলিয়া) আইজান (শাবনূরের সন্তান) স্কুলে ভর্তি হয়েছে। নিয়মিত ক্লাস করছে।

অস্ট্রেলিয়ার সিডনি থেকে শাবনূর বলেন, আমার বিচ্ছেদ একান্তই আমার ব্যক্তিগত। এটা নিয়ে কেউ কথা না বললে আমি ভীষণ খুশি হবো। আমি মনে করি, দুই পরিবারের আলাদা সম্মান আছে। আইনজীবীর মাধ্যমে এত দ্রুত পুরো মিডিয়া জানবে এটা আমি কখনই চাইনি।

(173)

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।