fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

রবিবার, ৩১শে মে, ২০২০; ১৭ই জ্যৈষ্ঠ, ১৪২৭; ৬ই শাওয়াল, ১৪৪১
হোম অন্যান্য তারিক মুনাওয়ারের বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যম তোলপার
তারিক মুনাওয়ারের বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যম তোলপার

তারিক মুনাওয়ারের বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যম তোলপার

0

ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীকে নিয়ে দেশব্যাপি চলমান আলোচনা-সমালোচনার মধ্যেই আরেক ইসলামি বক্তা মাওলানা তারিক মুনাওয়ারের ওয়াজ মাহফিলের কিছু বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে ।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বেশ কিছু বক্তব্য আলোচনার জন্ম দিয়েছে । বিভিন্ন সময়ে অসংলগ্ন কিছু কথা বলেছেন বলে অনেকে অভিযোগ তুলেছেন ।

তারিক মুনাওয়ারের দেয়া একটি বক্তব্য ফেসবুকে ভাইরাল হয় । তাতে দেখা যায় একটি মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে মাওলানা তারিক বলেছেন, পৃথিবীতে সবচেয়ে পয়সাওয়ালা বেলগ্রেট, আইফোনের মালিক । দেখা হয়েছে আমার সাথে, আমার কাছে মনে হয়েছে টিকটিকি ।

তিনি সম্ভবত বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটসকে বুঝিয়েছেন। যদিও প্রকৃতপক্ষে বিল গেটস আইফোনের উৎপাদনকারী কোম্পানি অ্যাপলের মালিক নন। আরেকটি ওয়াজে বলতে শোনা যায়, আমি অক্সফোর্ডে তিনবার শ্রেষ্ট টিচার হয়েছি, আজকেই বলে ফেললাম । এটা কেউ জানে না, আমার পরিবারও জানে না । অক্সফোর্ডের সিলেবাসে ইংল্যান্ড আমেরিকার স্কুলগুলো চলে ।

ভাইরাল হওয়া অপর একটি ভিডিওতে তারিক মুনাওয়ার নিজেকে নব্বইয়ের দশকে ইংলিশ প্রিমিয়ার লীগের ফুটবলার দাবি করে বলেন, ভালো খেলতাম, অনেক ভালো খেলতাম, তিন চারটা গেইম তো খুব ভালো খেলতাম । ঢাকার চ্যাম্পিয়নশিপ পুরষ্কারও আছে আমার ব্যাটমিন্টনে।

তারিক মুনাওয়ারের এরকম আরও কিছু বক্তব্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসলে আলোচনার জন্ম দেয় । তবে এবিষয়ে তার কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি ।

Like
Like Love Haha Wow Sad Angry
7211

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।