fbpx
হোম বাণিজ্য ডিএসইর সূচক দেড় বছরের মধ্যে সর্বোচ্চ
ডিএসইর সূচক দেড় বছরের মধ্যে সর্বোচ্চ

ডিএসইর সূচক দেড় বছরের মধ্যে সর্বোচ্চ

0

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বেঞ্চমার্ক সূচক (ডিএসইএক্স) দেড় বছরের মধ্যে সর্বোচ্চ স্থানে পৌঁছেছে।

রোববার লেনদেন শুরুর দুই ঘণ্টার মধ্যেই ডিএসইএক্স ১০০ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৩২১ পয়েন্টে উঠে আসে। এটি প্রায় দেড় বছরের মধ্যে সর্বোচ্চ।

এদিকে সূচক বৃদ্ধির পাশাপাশি বাজারের লেনদেনও বেড়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৮৪১ কোটি টাকা। এ প্রসঙ্গে বাজার সংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে করোনাভাইরাসের টিকা প্রদান শুরু হওয়ার পর থেকেই পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ছে।

তারা বলছেন, বিনিয়োগকারীদের ধারণা, বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ অচিরেই কমে আসবে এবং অর্থনীতি পুনরায় ঘুরে দাঁড়াবে।

আজ ডিএসইতে ৩৬০টি কোম্পানির মধ্যে ২৩৫টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৫৬টির, আর ৬৯টির অপরিবর্তিত রয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *