fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

রবিবার, ৭ই জুন, ২০২০; ২৪শে জ্যৈষ্ঠ, ১৪২৭; ১৪ই শাওয়াল, ১৪৪১
হোম গণমাধ্যম অনলাইন চেঞ্জ টিভি’র ৫ম ধাপের কর্মশালা শুরু, তরুণদের জন্য সুবর্ণ সুযোগ
চেঞ্জ টিভি’র ৫ম ধাপের কর্মশালা শুরু, তরুণদের জন্য সুবর্ণ সুযোগ

চেঞ্জ টিভি’র ৫ম ধাপের কর্মশালা শুরু, তরুণদের জন্য সুবর্ণ সুযোগ

0

বাংলাদেশের প্রথম ভিডিও পোর্টাল চেঞ্জ টিভি. প্রেস এর উদ্যোগে শুরু হয়েছে ৫ম ধাপের টিভি রিপোর্টিং এবং নিউজ প্রেজেন্টেশনের কর্মশালা । শুক্রবার প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে এ কর্মশালার উদ্বোধন করেন চেঞ্জ টিভি’র প্রধান বার্তা সম্পাদক, ইউনেস্কো ক্লাব জার্নালিজম এ্যাওয়ার্ড বিজয়ী সাংবাদিক আমিরুল মোমেনীন মানিক । এ সময় উপস্থিত ছিলেন ঊর্ধতন প্রশাসনিক কর্মকতা জুবায়ের তানিম সৌরভ ও সিনিয়র সংবাদ উপস্থাপক আজহারুল ইসলাম রনি।

আমিরুল মোমেনীন মানিক বলেন, গণমাধ্যমে তরুণদের ক্যারিয়ার গড়তে হলে প্রথমেই লক্ষ্য নির্ধারণ করতে হবে। এরপর সুনির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে এগিয়ে যেতে হবে। গণমাধ্যমের কাজকে শুধু পেশা হিসেবে নয়, এটাকে নিতে হবে দায়বদ্ধতা হিসেবে।

প্রচলিত গণমাধ্যমের চরম ব্যর্থতার কারণে তরুণ প্রজন্মকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাগরিক সাংবাদিকতা করার আহবান জানান বাংলাদেশে ইউটিউব জার্নালিজমের এই অগ্রদূত । কর্মশালা শেষে যারা প্রথম ও দ্বিতীয় হবেন চেঞ্জ টিভি’তে তাদেরকে কাজের সুযোগ দেওয়ারও ঘোষণা দেন প্রতিষ্ঠানের প্রধান বার্তা সম্পাদক আমিরুল মোমেনীন মানিক।

পরে, সংবাদ পাঠ-উপস্থাপনা ও শুদ্ধ উচ্চারণের উপর বুনিয়াদী প্রশিক্ষণ দেন চ্যানেল টুয়েন্টিফোর এর ঊর্ধতন সংবাদ উপস্থাপক- শিক্ষা ব্যক্তিত্ব মোহাম্মদ ইমতিয়াজ।

এখনো এ কোর্সে ভর্তি হতে পারবেন তরুণরা । এজন্য যোগাযোগ করতে হবে এই নাম্বারে:০১৯১৫ ১৯৪০১৯ (সৌরভ) ।

Like
Like Love Haha Wow Sad Angry
58

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।