fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২০; ২১শে জ্যৈষ্ঠ, ১৪২৭; ১১ই শাওয়াল, ১৪৪১
হোম অনুসন্ধান অপরাধবার্তা চুয়াডাঙ্গায় মাদ্রাসার তিন ছাত্র নিখোঁজ
চুয়াডাঙ্গায় মাদ্রাসার তিন ছাত্র নিখোঁজ

চুয়াডাঙ্গায় মাদ্রাসার তিন ছাত্র নিখোঁজ

0

চুয়াডাঙ্গায় মাদ্রাসা থেকে তিন ছাত্র নিখোঁজ হয়েছে। সোমবার সন্ধ্যায় মাদ্রাসার তিনজন ছাত্র একই সময় নিখোঁজ হয়। নিখোঁজের বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষ স্বাভাবিক হিসেবে নিয়ে খোঁজাখুঁজি করলে তাদেরকে না পেয়ে নিখোঁজের ৩০ ঘণ্টা পর মাদ্রাসা কর্তৃপক্ষ মঙ্গলবার চুয়াডাঙ্গা থানায় সাধারণ ডায়েরী করেছে।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর হাদিয়াতুল ইসলামীয়া হাফেজিয়া মাদ্রাসার অধ্যয়নরত জফরপুরের রাসেল জোয়াদ্দারের ছেলে আব্দুর রউফ (১৪), বিল্লাল জোয়াদ্দারের ছেলে ফয়সাল (১২) ও পলাশ মণ্ডলের ছেলে আতিকুর রহমান (১৪) গত ২৬ আগস্ট সোমবার সন্ধ্যা হইতে নিখোঁজ হয়। এ ঘটনায় মাদ্রাসার সভাপতি মামুন অর রশীদ মঙ্গলবার রাতে সদর থানায় এসে ওই তিন মাদ্রাসা ছাত্রের নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরী করেছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ মাদ্রাসা ছাত্রদের উদ্ধারে পুলিশ মাঠে অভিযানে নেমেছে।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।