fbpx
হোম অন্যান্য ঘূর্ণিঝড় বুলবুল’র আঘাতে বিধ্বস্ত সাতক্ষীরা
ঘূর্ণিঝড় বুলবুল’র আঘাতে বিধ্বস্ত সাতক্ষীরা

ঘূর্ণিঝড় বুলবুল’র আঘাতে বিধ্বস্ত সাতক্ষীরা

0

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর আঘাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে উপকূলীয় গাবুরা, পদ্মপুকুর, মুন্সিগঞ্জ, বুড়িগোয়ালিনী, আটুলিয়া, রমজাননগর ও কৈখালী ইউনিয়নে শতকরা ৮০ ভাগ কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

এ সময় অধিকাংশ মৎস্য ঘের পানিতে তলিয়ে একাকার হয়েছে। গাছ-গাছালি ভেঙ্গে বিদ্যুৎ সরবরাহ লাইনে ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন মাধ্যমে ও সরেজমিনে খোঁজ নিয়ে এমন তথ্য পাওয়া যায়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হোসাইন সাগর জানান, উপজেলায় ১৬ হাজার ৩২৮টি মৎস্য ঘেরের মধ্যে ৩ হাজার ২৬৫টি প্লাবিত হয়েছে। এতে সাড়ে ৬ কোটি টাকার মাছ ভেসে গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন মিয়া জানান, ১২টি ইউনিয়নে ১৬ হাজার ৮১০ হেক্টর জমিতে আমন চাষ হয়। তার মধ্যে অতি বৃষ্টির কারণে ২০ শতাংশ আমন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

সার্বিক বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, চার ঘণ্টার ঘূর্ণিঝড়ে ১২টি ইউনিয়নে ১৭ হাজারেরও বেশি কাঁচা ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। মৎস্য ঘের ও আমন ফসল তলিয়ে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। উপজেলায় ২৭১টি আশ্রয় কেন্দ্রে ৭৫ হাজারেরও বেশি মানুষ আশ্রয় গ্রহণ করেছে।

 

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *