fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

সোমবার, ৯ই ডিসেম্বর, ২০১৯; ২৫শে অগ্রহায়ণ, ১৪২৬; ১১ই রবিউস-সানি, ১৪৪১
হোম দর্শক ফোরাম খোলামত: হলের শিক্ষার্থীরা কেন বেশি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছেন ?
খোলামত: হলের শিক্ষার্থীরা কেন বেশি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছেন ?

খোলামত: হলের শিক্ষার্থীরা কেন বেশি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছেন ?

15
0

দেশের অন্যতম কয়েকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হলগুলোতে বিভিন্ন সময় যাওয়ার সুযোগ হয়েছিল বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ ইত্যাদিতে।

চেষ্টা করেছিলাম প্রায় প্রত্যেকটি হলের জানালা দিয়ে হলগুলোর নিচের অবস্থা দেখার। সে অবস্থা দেখে এখন মনে হয় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সবচেয়ে বড় রিস্কে যারা আছেন তাঁরা হচ্ছেন বিশ্ববিদ্যালয়গুলোর হলের শিক্ষার্থীরা।

আমরা নিজেদের অজান্তেই হোক আর ইচ্ছাকৃতভাবেই হোক অথবা ময়লা আবর্জনা ফেলার স্থান না থাকার কারণেই হোক জানালা দিয়ে এত অবর্জনা ফেলি, যা হলগুলোর পরিবেশ এবং হলগুলোতে শিক্ষার্থীদের ডেঙ্গু জ্বরে আক্রান্তের মূল কারণ হতে পারে তা বলার অপেক্ষা রাখেনা। সম্প্রতি কয়েকজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মারা যাওয়া এবং ডেঙ্গু জ্বরে আক্রান্তের পরিমান তাঁরই প্রমাণ বহন করে।

হলগুলোর চারপাশ পরিস্কার রাখার দায়িত্ব অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনের যেমন আছে তেমনি শিক্ষার্থীদেরও।

(15)

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।