fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

রবিবার, ৩১শে মে, ২০২০; ১৭ই জ্যৈষ্ঠ, ১৪২৭; ৭ই শাওয়াল, ১৪৪১
হোম গণমাধ্যম কোচিং বাণিজ্যের প্রতিবেদন করতে গেলে সাংবাদিকে মারধর করে শিক্ষক
কোচিং বাণিজ্যের প্রতিবেদন করতে গেলে সাংবাদিকে মারধর করে শিক্ষক

কোচিং বাণিজ্যের প্রতিবেদন করতে গেলে সাংবাদিকে মারধর করে শিক্ষক

0
ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষকের কোচিং বাণিজ্য নিয়ে প্রতিবেদনের জন্য তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণের সময় টেলিভিশনের রিপোর্টার পিংকি আক্তার ও ক্যামেরা পারসন মনজুর রহমানকে মারধর করা হয়েছে। সাক্ষাৎকার না দিয়ে মারধর করে টেনে হিঁচড়ে রিপোর্টার ও ক্যামেরা পারসনকে কোচিং সেন্টার থেকে বের করে দেওয়া হয়েছে।

শুক্রবার (০১ নভেম্বর) দুপুরে রাজধানীর আজিমপুরে আগ্রগামী কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে।

প্রতিবেদক পিংকি আক্তার বলেন,  কোচিং বন্ধ থাকার পরও কানিজ ফাতেমা নিয়মিত কোচিং বাণিজ্য করে যাচ্ছেন। এই ঘটনার একটি প্রতিবেদন করতে আজিমপুরে আগ্রগামী কোচিং সেন্টারে যাই। সেখানে কানিজ ফাতেমার বক্তব্য নিতে গেলে তিনি প্রথমে দৌড়ে পালিয়ে যান। কয়েক মিনিটের মধ্যে তার মেয়ে ও নিজে ফিরে আসেন লোকজন নিয়ে। আমাদের মারধর করতে করতে টেনে হিঁচড়ে বের করে দেওয়া হয়। ভেঙে দেওয়া হয়ে ক্যামেরা।

বিষয়টি নিয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফওজিয়া রেজওয়ান দুঃখ প্রকাশ করে বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনা জানার পর সঙ্গে সঙ্গেই আজিমপুর শাখার প্রধানকে ঘটনাস্থলে যেতে বলা হয়েছে।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব নাজমুল হক খানকে প্রধান করে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।