fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

শুক্রবার, ২৯শে মে, ২০২০; ১৫ই জ্যৈষ্ঠ, ১৪২৭; ৫ই শাওয়াল, ১৪৪১
হোম অনুসন্ধান অপরাধবার্তা কুমিল্লায় রিকশাচালক কর্তৃক চারজন খুন
কুমিল্লায় রিকশাচালক কর্তৃক চারজন খুন

কুমিল্লায় রিকশাচালক কর্তৃক চারজন খুন

0

কুমিল্লার দেবীদ্বারে রিকশাচালক মোখলেছুর রহমান কুপিয়ে হত্যা করেছে চারজনকে। পরে এলাকাবাসীর গণপিটুনিতে মারা গেছে সেই রিকশা চালকও। দেবীদ্বার সুলতানপুরের রাধানগরে বুধবার বেলা সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। যার মধ্যে একজন পুরুষ এবং বাকি তিনজন মহিলা।

নিহতরা হলেন, শাহ আলমের স্ত্রী আবদুল খালেকের স্ত্রী মাজেদা বেগম (৬০) ও তার পুত্রবধূ নুরুল ইসলামের স্ত্রী নাজমা বেগম (৪০),আনোয়ারা বেগম আনু (৪৫) ও তার ছেলে মোঃ হানিফ (১৩)।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে পাশের বাড়ির রিকশাচালক মোখলেছুর রহমান দা দিয়ে এলোপাথারি কুপিয়ে অন্তত ১০ জনকে মারাত্মকভাবে আহত করে।

এদের মধ্যে ঘটনাস্থলে আনোয়ারা বেগম, মোঃ হানিফ, নাজমা বেগম মারা যান। হাসপাতালে মারা যান মাজেদা বেগম। পরে গণপিটুনিতে মারা যায় মোখলেছুর রহমান। আহতদের মধ্যে ৫ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হত্যার মূল কারণ জানা যায়নি।

Like
Like Love Haha Wow Sad Angry
tags:

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।