fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

মঙ্গলবার, ১২ই নভেম্বর, ২০১৯; ২৮শে কার্তিক, ১৪২৬; ১৩ই রবিউল-আউয়াল, ১৪৪১
হোম অন্যান্য কবি নেই, তবু আছে তাঁর জন্মদিন
কবি নেই, তবু আছে তাঁর জন্মদিন

কবি নেই, তবু আছে তাঁর জন্মদিন

10
0

সোনালী কাবিনখ্যাত বাংলা ভাষার অন্যতম প্রধান কবি আল মাহমুদের ৮৪তম জন্মদিন আজ। ১৯৩৬ সালের আজকের এই দিনে ব্রাহ্মণবাড়িয়ার মৌড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন বিশিষ্ট এই কবি।

কবির জন্মদিনকে ঘিরে ঢাকার কাটাবনের কবিতা ক্যাফেতে (২৩৪/সি নিউ এলিফ্যান্ট রোড) আজ বিকাল ৪টায় আল মাহমুদ উৎসবের আয়োজন করা হয়েছে । এতে কবি মুহাম্মদ নূরুল হুদা, কবি জাহিদুল হকসহ কবির ভক্ত ও অনুরাগীরা উপস্থিত থাকবেন।
কবি আল মাহমুদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কবি আবিদ আজম জানান, জন্মদিন উপলক্ষে ঢাকায় ও তার জন্মভিটায় পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কবি আল মাহমুদের প্রথম কবিতার বই ‘লোক লোকান্তর’ প্রথম প্রকাশিত হয় ১৯৬৩ সালে। এরপর ১৯৬৬ সালে ‘কালের কলস ও ‘সোনালী কাবিন’ প্রকাশিত হয়। যার মধ্যে ‘সোনালী কাবিন’ বইটি ছিল কবির ভক্ত ও অনুরাগীদের জন্য এক অনন্য উপহার। এ ছাড়াও ‘মিথ্যাবাদী রাখাল’ মায়াবী পর্দা দুলে ওঠো’, ‘অদৃষ্টবাদীদের রান্নাবান্না’, ‘একচক্ষু হরিণ ইত্যাদি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।

উল্লেখযোগ্য উপন্যাস ‘ডাহুকি, ‘কাবিলের বোন, ‘আগুনের মেয়ে’, ‘চতুরঙ্গ’ ও ‘পোড়ামাটির জোড়া হাঁস’ ইত্যাদি ছাড়াও রচনা করেছেন কিছু গল্পগ্রন্থ। আর উল্লেখযোগ্য ‘যেভাবে বেড়ে উঠা’ ছিল পাঠক সমাজের কাছে কবির জীবনকে জানা ও ভাবাদর্শের প্রকাশস্বরুপ আত্মজীবনীমূলক গ্রন্থ।

(10)

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।