fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২০; ২৬শে চৈত্র, ১৪২৬; ১৫ই শাবান, ১৪৪১
হোম রাজনীতি এরিক এরশাদ নির্যাতনের শিকার, অভিযোগ বিদিশা এরশাদের
এরিক এরশাদ নির্যাতনের শিকার, অভিযোগ বিদিশা এরশাদের

এরিক এরশাদ নির্যাতনের শিকার, অভিযোগ বিদিশা এরশাদের

24
0

জাতীয় পার্টির চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে অবস্থানরত তার ছেলে এরিক এরশাদ নির্যাতনের শিকার বলে অভিযোগ করেছেন তার মা বিদিশা এরশাদ।

তিনি বলেন, অটিস্টিক এরিককে ঠিকমত খেতে দেয়া হচ্ছে না। এমনকি শারিরীক ও মানসিক নির্যাতনও করা হচ্ছে। এমন অভিযোগ এরিকের মা এরশাদের সাবেক দ্বিতীয় স্ত্রী বিদিশার। বিদিশা বলেন, এরিক তাকে জানিয়েছেন, ওই বাসার এক গাড়িচালক তাকে মারধর করেছে। কেউ তাকে একবেলার বেশি খেতে দেয় না।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এরিক তার মাকে ফোন করে বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসভবনে আসতে বলেন। ছেলের ফোন পেয়েই পাগলের মতো সেখানে ছুটে যান বিদিশা। অনেকদিন পর মা ছেলে একসঙ্গে হয়ে অঝোরে কাঁদতে থাকলে আবেগঘন দৃশ্যের অবতারণা হয়।

ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর রটে যায় প্রেসিডেন্ট পার্কে বিদিশা ও এরিক অবরুদ্ধ অবস্থায় আছেন। তাদের বের হতে দেয়া হচ্ছে না। তবে বিদিশা পরে গণমাধ্যমে জানান, বিষয়টাকে অবরুদ্ধ বলা যাবে না। তবে বাইরে থেকে অন্য কাউকে প্রেসিডেন্ট পার্কে ঢুকতে দেয়া হচ্ছে না।

(24)

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।