fbpx
হোম প্রবাস আমিরাতে প্রবাসি কৃতি শিক্ষার্থীরা সংবর্ধিত
আমিরাতে প্রবাসি কৃতি শিক্ষার্থীরা সংবর্ধিত

আমিরাতে প্রবাসি কৃতি শিক্ষার্থীরা সংবর্ধিত

17
0

বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই ও বাংলাদেশ সমিতি শারজাহের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার বাংলাদেশ সমিতি শারজাহ মিলনায়তনে প্রথমবারের মত প্রবাসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে । আমিরাতে বাংলাদেশী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনার সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এম এ বাশার। সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ মাকসুদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল ইকবাল হোসেন খান।

প্রধান অতিথির বক্তব্যে কনসাল জেনারেল বলেন, দেশ ও জাতির উন্নয়ন ও কল্যাণের জন্যে শিক্ষাকেই মূল হাতিয়ার হিসাবে বেছে নিতে হবে। সুশিক্ষিত নতুন প্রজন্মই হচ্ছে আমাদের দেশের সম্পদ। এদের এগিয়ে যেতে উৎসাহিত করতেই এই উদ্যোগটি নেওয়া হয়েছে বলে জানানো হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সভাপতি ইউনুস গনি চৌধুরী, ডেপুটি কনসাল জেনারেল শাহিদুল ইসলাম, কমার্শিয়াল কাউন্সেলর কামরুল হাসান, প্রবাস লামারং, মোজাফফর হোসেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসমাইল গনি, জাহাঙ্গীর আলম রুপু, ইমাম হোসেন পারভেজ, আবুল কালাম আজাদ, জি এম জায়গিরদার, আবু নাসের, আবু হেনাসহ আরো অনেকে। অনুষ্ঠানে আমিরাতের সাতটি প্রদেশ থেকে আগত প্রায় ৩০টি স্কুলের ১৫০ জন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

(17)

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।