fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০১৯; ২১শে অগ্রহায়ণ, ১৪২৬; ৭ই রবিউস-সানি, ১৪৪১
হোম ক্রীড়া আমার ঢোল আমি পিটাবো না: মাশরাফি
আমার ঢোল আমি পিটাবো না: মাশরাফি

আমার ঢোল আমি পিটাবো না: মাশরাফি

21
0

নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা বলেছেন, আপনারা (সাংবাদিকরা) খোঁজ নিয়ে দেখেন আমি নির্বাচিত হওয়ার পর এই সাত মাসে নড়াইলের জন্য কতটুকু করতে পেরেছি। খোঁজ নিয়ে আপনারা প্রতিবেদন করেন। আমার ঢোল আমি পিটাবো না।

বুধবার (০৭ আগস্ট) দুপুরে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করতে চাই। নড়াইলকে মাদকমুক্ত করতে চায়।

মাদকসেবী ও মাদক বিক্রেতাদের প্রশ্রয় না দেয়ার আহ্বান জানিয়ে সমাজের সমাজের প্রভাবশালীদের উদ্দেশে মাশরাফী বলেন, মাদকের অভিযোগে কোনো আসামিকে পুলিশ ধরলে কেউ তার পক্ষে কথা বলবেন না।

জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সিভিল সার্জন আসাদ উজ জামান মুন্সী, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস শাকুর প্রমুখ।

(21)

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।