fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা আমার গলায় ফাঁসির দড়ি: ইলিয়াস কাঞ্চন

আমার গলায় ফাঁসির দড়ি: ইলিয়াস কাঞ্চন

0
পরিবহন ধর্মঘটের বিষয়ে চেঞ্জ টিভির প্রধান বার্তা সম্পাদক আমিরুল মোমেনীন মানিকের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান নায়ক ইলিয়াস কাঞ্চন শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা কি বুঝেন না যে, আপনারা সারাজীবন চাঁদা দিয়েছেন আপনাদের কি উপকার হয়েছে ? কোনো হাসপাতাল হয়েছে আপনাদের জন্য? কোটি কোটি টাকা চাঁদা আদায় হয়েছে, আপনাদের সন্তানের জন্য কি একটা স্কুল করেছে? সে চাঁদা কি করেছে তারা? কিছুই করেনি নেতারা। বরং এই ট্রাস্টি বোর্ডের মাধ্যমে আপনাদের চিকিৎসা হবে, আপনাদের বাচ্চাদের জন্য স্কুল হবে এবং আমি যদি বেঁচে থাকি আপনাদের জন্য হাসপাতাল এবং আপনাদের বাচ্চাদের জন্য স্কুল করব ইনশাআল্লাহ।
ইলিয়াস কাঞ্চন আবেগ আপ্লুত হয়ে আরো বলেন, আমি কি কখনো আপনাদের বিরুদ্ধে গিয়েছি এবং আমাকে কত অপমান করা হয়েছে আমি কখনো বিচারও চাইনি। কারণ আমি জানি আপনারা আমাকে ভালবাসেন। এবং এ কারণেই আমি সেরা নায়ক হয়েছিলাম। এই আইন কি শুধু আপনাদের জন্য, এটাতো আমরা যারা গাড়ি চালায় সবার জন্য এ আইন। সমস্ত চালকের জন্যই এ আইন করা হয়েছে। আপনাদের গলায় ফাঁসির দড়ি আমার গলায় কি নাই ?
পুরো সাক্ষাৎকারটি দেখুন:
https://www.youtube.com/watch?v=4iY6nCTk_MM&t=299s
Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *