fbpx
হোম প্রবাস আবরার হত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের প্রতিবাদ সভা
আবরার হত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের প্রতিবাদ সভা

আবরার হত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের প্রতিবাদ সভা

0

ফেনী নদির পানি রক্ষার দাবিতে ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে ছাত্রলীগের সন্ত্রাসীরা বুয়েটের মেধাবী ছাত্র আবরারকে হত্যা করে আবারো প্রমাণ করেছে তারা দেশপ্রেমিকদের বাঁচতে দেয় না। আবরার ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের প্রথম শহীদ।

মঙ্গলবার (৮ অক্টোবর) আরব আমিরাতের শারজাহস্থ একটি রেস্টুরেন্টের হলরুমে সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে বেগম জিয়ার মুক্তির দাবিতে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা এসব কথা বলেন।
সংগঠনের আহবায়ক রিয়াজ রউফ এর সভাপতিত্বে সদস্য সচিব আনোয়ার হোসেন ও আতাউর রহমান আতা’র যৌথ সঞ্চালনায়
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাছের রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউএই বিএনপির সভাপতি জাকির হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউএই কেন্দ্রীয় সহ সভাপতি নুরুল আলম , নবাব সিরাজ,প্রকৌশলি ফারুক মাহমুদ চৌধুরী, প্রকৌশিলি মাহী আলম,জাহাঙ্গীর আলম রুপু।

অনুষ্ঠানে বক্তারা আরো বলেন,দেশের সকল সেক্টরে যে অরাজকতা সৃষ্টি হয়েছে তা দেখে দেশে কোন সরকার আছে বলে মনে হয়না। ভারত সফরে দেশ বিরুধী চুক্তির কঠোর সমালোচনা করেন বক্তারা। বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে বক্তারা বলেন দেশের এই দুঃসময়ে বেগম জিয়াকে মুক্তি দিন। বেগম জিয়াই দেশে সুন্দর ও সঠিক পরিবেশ ফিরিয়ে আনতে পারেন।

মাওলানা ছাদেকুর রহমান সাহেবের কোর-আন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন,ইউসুফ রানা,গাজি জাকের, মোহাম্মদ বেলালহাজী আমিন আলী, কুদ্দুস খাঁ, শায়েস্তা চৌ:, আরমান চৌ: ইছমত আলী, রিপন মজুমদার, জুবায়ের আহমদ নেপুর, রিপন জুমা তালুকদার, প্রমুখ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *