সেমিফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশের মেয়েরা
মেয়েদের সাফের প্রথম ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়ে সেমিফিইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। মিশরাত জাহান মৌসুমী ও সাবিনা খাতুন ১ টি করে গোল করেছেন। মাঠের এক পাশে ছায়াঢাকা গ্যালারিতে বসে স্কুলের এক দল ছাত্র-ছাত্রী সারাক্ষণ ‘ভুটান ভুটান’ বলে গলা ফাটালেও, স্থানীয় হাজার খানেক দর্শকও ভুটানি মেয়েদের সমর্থনে চিৎকার করলেও বিরাটনগরের শহীদ রঙ্গশালা স্টেডিয়ামে দিন শেষে হেসেছে...বিস্তারিত