দু’ভাগে শেষ হল বিশ্ব ইজতেমা, কি ভাবছেন আলেমরা ?
দু’পক্ষের ইজতেমা শেষ হল আজ। জুবায়ের পক্ষের আখেরি মোনাজাত হয় গত শনিবার। আর সা’দপক্ষের মোনাজাত হয় আজ। তবে ১মপক্ষের ইজতেমায় লোক সমাগম ছিল চোখে পড়ার মতো। যা দেখা যায়নি সা’দ অনুসারীদের ইজতেমায়,মাঠ ছিল অনেকটাই ফাঁকা। তবে দু’পক্ষের মোনাজাতেই দেশ, জাতি ও বিশ্ব মুসলিমের জন্য দোয়া করা হয়। আগামীতে বিশ্ব ইজতেমা নিয়ে আলেমদের ভাবনা কি ?...বিস্তারিত