ক্যান্সার আক্রান্ত শিশুটি পুলিশ কর্মকর্তা!
৬ বছর বয়সী আরিয়াস কিডনি ক্যান্সারে আক্রান্ত। চিকিৎকরা বলেছেন, টেক্সাসের আবিগেইল আরিয়াসের সময় প্রায় শেষ। যা কিছু আছে বিধাতার হাতে। মরণ যন্ত্রণায় কাতর আরিয়াসের ইচ্ছে ছিলো পুলিশ কর্মকর্তা হবার। তার সেই ইচ্ছে পূরণ করলো টেক্সাসের ফ্রিপোর্ট পুলিশ বিভাগ। তাকে নিয়োগ দেয়া হলো সম্মানসূচক পুলিশ কর্মকর্তা পদে। গেলো বৃহস্পতিবার এ জন্য আয়োজন করা হয় জমকালো অনুষ্ঠানের।...বিস্তারিত