ইয়াবামুক্ত টেকনাফ গড়তে দোয়া চাইলেন বদি!
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নিজ উদ্যোগে মাহফিল ও শুকরিয়া সভার আয়োজন করলেন আবদুর রহমান বদি। আর সেই মাহফিলে টেকনাফকে মাদকমুক্ত করতে দোয়া চাইলেন তিনি। টেকনাফকে ইয়াবার গজব থেকে মুক্ত করতে দোয়া ও সহযোগিতা চেয়ে বদি বলেন, সভায় বদি বলেন, ‘কক্সবাজার বা অন্য কোথাও গেলে ইয়াবার বদনাম নিয়ে লজ্জায় মাথা নিচু করে থাকতে হয়। আমরা এ বদনামের...বিস্তারিত