fbpx
হোম আন্তর্জাতিক রাশিয়ার পর এবার ইসরাইলকে চীনের হুঁশিয়ারি
রাশিয়ার পর এবার ইসরাইলকে চীনের হুঁশিয়ারি

রাশিয়ার পর এবার ইসরাইলকে চীনের হুঁশিয়ারি

0

মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ ও অপপ্রচারে প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করতে দখলদার ইসরাইলকে সতর্ক করে দিয়েছে চীন। এর আগে ফিলিস্তিনে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। এমনকি স্বাধীন রাষ্ট্রের আন্দোলনকে তারা সবসময় সমর্থন দিয়ে আসছে।

চীনের প্রভাবশালী কূটনীতিক লিও জিয়ানচাও সেদেশে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ইরিত বেন আব্বা-কে পাঠানো এক বার্তায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন চাপে প্রভাবিত হয়ে আচরণ করা ইসরাইলের উচিত হবে না। তিনি আরও বলেন, চীনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের সব অভিযোগ ভিত্তিহীন এবং তা অপবাদ। এর মাধ্যমে চীনের জনগণকে অপমান করা হচ্ছে।

চীনা কূটনীতিক আরও বলেন, গত ৪০ বছরে কারো দিকে একটা গুলি নিক্ষেপ করেনি চীন। কিন্তু আমেরিকা বহু বছর ধরে আফগানিস্তান ও ইরাকে যুদ্ধ চালিয়েছে।

লিও জিয়ানচাও বলেন, বিদেশি চাপের মুখে ইসরাইল যদি চীনের অবমাননা করে তাহলে তা হবে তাদের একটা রাজনৈতিক ভুল।

ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসন ও হত্যাযজ্ঞের বিরুদ্ধে জাতিসংঘসহ বিভিন্ন ফোরামে সোচ্চার ভূমিকার কারণে তেল আবিব অনেক দিন ধরেই বেইজিং‍‍`র ওপর অসন্তুষ্ট। এ অবস্থায় গত জুনে আমেরিকার পথ অনুসরণ করে চীনের বিরুদ্ধে একটি বিবৃতিতে সই করেছে দখলদার ইসরাইল। ঐ বিবৃতিতে উইঘুর মুসলমানদের বিষয়ে চীনের নীতির নিন্দা জানানো হয়েছে।

আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল হচ্ছে বিশ্বের মুসলমানদের প্রকাশ্য শত্রু। তারা নানাভাবে কার্যক্ষেত্রে তা প্রমাণ করেছে। তবে কখনো কখনো শত্রুপক্ষকে চাপে ফেলতে মুসলিম ইস্যুকে পুঁজি করতেও ভুল করে না এই দুই আধিপত্যকামী শক্তি।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *