fbpx
হোম রাজনীতি একদলীয় শাসনের যাঁতাকল থেকে বাংলাদেশকে রক্ষার আহ্বান জাফরুল্লাহর
একদলীয় শাসনের যাঁতাকল থেকে বাংলাদেশকে রক্ষার আহ্বান জাফরুল্লাহর

একদলীয় শাসনের যাঁতাকল থেকে বাংলাদেশকে রক্ষার আহ্বান জাফরুল্লাহর

0

লন্ডনের অক্সফোর্ড থেকে স্থানীয় সময় মঙ্গলবার (১২ এপ্রিল) বিকেল। বাংলাদেশকে একদলীয় শাসনের যাঁতাকল থেকে রক্ষার জন্য প্রবাসী ও বাংলাদেশের প্রতি সহানুভূতিশীল বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি দেশমান্য খ্যাত বুদ্ধিজীবী ডা. জাফরুল্লাহ চৌধুরী।

এ সময়  ১০টি দেশের প্রতিনিধি ও বিশষজ্ঞগন ভার্চুয়াল সভায় উপিস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। লন্ডন,অক্সফোর্ড থেকে স্থানীয় সময় মঙ্গলবার (১২ এপ্রিল) বিকেলে  বিশ্বের দশটি দেশের বাংলাদেশের প্রতি সহানুভূতিশীল বিভিন্ন সংস্থার কর্মকর্তা, প্রতিনিধি ও স্বাস্থ্য বিশেষজ্ঞ উদ্দেশ্যে বক্তৃতাকালে তিনি বলেন, গণতন্ত্র ও বাকস্বাধীনতা না থাকায় বাংলাদেশের মানুষ তার স্বাস্থ্যশিক্ষা ভোটাধিকার সব কিছু হারিয়েছে । জবাবদিহিতা না থাকায় করোনাকালে কোটি কোটি মানুষকে দূর্নীতি ও চরম  ভোগান্তির শিকার হতে হয়।  এ অবস্থা থেকে তিনি অবিলম্বে বাংলাদেশের সকল দলমতের ভিত্তিতে দু’বছরের জন্য জাতীয় সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান, যেখানে দুজন প্রবাসী প্রতিনিধি অন্তর্ভুক্ত করার প্রস্তাব পুনরুল্লেখ করেন।

তিনি বলেন , বাংলাদেশের সমস্যা তার একার নয়। বাংলাদেশে গণতন্ত্র না থাকলে বিশ্বের সকল অংশেই কোন না কোন ভাবে তার নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য। তিনি বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে প্রবাসী ও বিশ্ববাসী আমাদের মুক্তির জন্য এগিয়ে এসেছিল । আজও বাংলাদেশে যখন আবার বিপদে পড়েছে, তখন প্রবাসীরা তাঁদেরদের দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না।  বাংলাদেশের প্রতি সহানুভূতিশীল আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠান ও বিবেকবান সকলের প্রতি তিনি বাংলাদেশের পাশে ১৮কোটি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ এর উদ্যোগে অনুষ্ঠিত এ ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট ডঃ হাসনাত এম হোসাইন,এমবিই। লন্ডনভিত্তিক সংস্থাটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক শামসুল আলম লিটনের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজের উদ্যোগে ২৯মার্চ ব্রিটিশ পার্লামেন্টের ট্যারেস প্যাভিলিয়নে মুক্তিযুদ্ধে অবদানের জন্য একশ’ জন প্রবাসী সংগঠককে সম্মাননা প্রদান করা হয়। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সংস্থাটির আমন্ত্রণে সম্মাননা গ্রহণ করেন ও অনুষ্ঠানে  বক্তৃতা করেন। পরে পূর্ব লন্ডনে প্রবাসীদের দেয়া এক নাগরিক সংবর্ধনায় জাফরুল্লাহ চৌধুরীকে দেশের জন্য জীবনব্যাপী তাঁর অসামান্য অবদানের জন্য দেশমান্য খেতাবে ভূষিত করা হয়।

সভাপতির বক্তব্যে ড. হাসনাত এম হোসাইন,এমবিই বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী একা নন। ১৬ মিলিয়ন প্রবাসী তাঁর সঙ্গে রয়েছেন, বাংলাদেশের সঙ্গে রয়েছেন। মুক্তিযুদ্ধে প্রবাসীরা ঐক্যবদ্ধভাবে যেভাবে দেশের পাশে দাঁড়িয়েছে আজও দেশের সকল সংকটে প্রবাসীরা মানুষের পাশে দাঁড়াবে। তিনি প্রবাসীকল্যাণে সরকার ও সকল কর্তৃপক্ষকে আরো যত্নবান হওয়ার আহ্বান জানান। এছাড়া প্রবাসে প্রত্যেকের অবদানকে স্বীকৃতির জন্য সরকার ও প্রবাসের সকল সংগঠনকে একযোগে কাজ করার অনুরোধ করেন। লন্ডন থেকে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশী প্রবাসীদের সকল কার্যক্রমে সহযোগিতা করবে বলে তিনি উল্লেখ করেন।

ভার্চুয়াল সভায় সংস্থার প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ নাদির আজিজ দারাজ, মাহাতাব মিয়া, আব্দুল লতিফ জেপি, কেএম আবু তাহের চৌধুরী, সাদিকুর রহমান, ডা. ওয়াহিদুল আলম, হাসান মাহমুদ (কানাডা), প্রফেসর আব্দুল কাদির সালেহ।এছাড়া বিভিন্ন দেশর প্রতিনিধি।

 

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *