fbpx
হোম ক্রীড়া উইন্ডিজের বিপক্ষে সিরিজে পাকিস্তান দলে নেই বর্ষীয়ান দুই ক্রিকেটার
উইন্ডিজের বিপক্ষে সিরিজে পাকিস্তান দলে নেই বর্ষীয়ান দুই ক্রিকেটার

উইন্ডিজের বিপক্ষে সিরিজে পাকিস্তান দলে নেই বর্ষীয়ান দুই ক্রিকেটার

0

বাংলাদেশের সঙ্গে ঢাকা টেস্ট শেষ করেই দেশে ফিরবে পাকিস্তান। ১৩ ডিসেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরু হচ্ছে। খুই একটা বিশ্রামের সুযোগ নেই বাবর আজমদের।

ক্যাবিবীয়দের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য বৃহস্পতিবার দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাদ দেওয়া হয়েছে দুই বর্ষীয়ানসহ পাঁচ অভিজ্ঞ ক্রিকেটারকে।

৪১ বছর বয়সি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ এ সিরিজেও দলে রাখা হয়নি।  সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ নৈপুণ্য দেখানো এই ক্রিকেটারকে বিশ্রামে রাখার কথা বলছে পিসিবি।  সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও বিশ্রামে ছিলেন হাফিজ।

৪০ ছুঁই ছুঁই শোয়েব মালিক বাংলাদেশের বিপক্ষে সম্প্রতি খেলে গেলেও হোম সিরিজে তাকে দলে রাখা হয়নি।

বাংলাদেশের বিপক্ষে খেলা অভিজ্ঞ সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম ও হাসান আলিকেও বাদ দেওয়া হয়েছে ১৫ জনের স্কোয়াড থেকে।

সিমার মোহাম্মদ হাসনাইনকে দলে ফিরিয়েছে পিসিবি। আর ওয়ানডে স্কোয়াডে রাখা হয়েছে ইমাম-উল হককে।

বিশ্বকাপের পর হাফিজ-মালিকের অবসরে যাওয়ার গুঞ্জন ছিল। কিন্তু তারা বলছেন এখনও অবসর নিয়ে ভাবছেন না।  তাই ক্যারিবীয়দের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে ‘দুই বুড়োর’ খেলার কথা ছিল।  শেষ পর্যন্ত তাদের দলে রাখা হয়নি।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে পাকিস্তান দল ৯ ডিসেম্বর করাচি পৌঁছবে।  একদিন আইসোলেশনে থেকে তারা অনুশীলন শুরু করবে। ১৩ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলবেন বাবর আজমরা।

টি-টোয়েন্টি স্কোয়াড

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি, শাহনওয়াজ দাহানি, উসমান কাদির।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *