fbpx
হোম বিনোদন ১৫ আগস্ট দুই বাংলায় মুক্তি পাবে ‘পদাতিক’
১৫ আগস্ট দুই বাংলায় মুক্তি পাবে ‘পদাতিক’

১৫ আগস্ট দুই বাংলায় মুক্তি পাবে ‘পদাতিক’

0

প্রখ্যাত নির্মাতা মৃণাল সেনের বায়োপিক নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ নামের এ সিনেমায় মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।
আগামী ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে এটি পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে। একই দিনে সিনেমাটি মুক্তি পাবে বাংলাদেশেও। গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন প্রযোজক আব্দুল আজিজ।
বাংলাদেশে সিনেমাটি আমদানি করছে জাজ মাল্টিমিডিয়া। শনিবার (১৩ জুলাই) প্রতিষ্ঠানটির তরফে তাদের ফেসবুক পেজে এ ঘোষণা দিয়েছে।
জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে পদাতিক। সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথা চূড়ান্ত হয়েছে। পদাতিক আমদানির জন্য ইতিমধ্যে তথ্য মন্ত্রণালয়ে আবেদন করেছি আমরা। আশা করছি, শিগগিরই প্রয়োজনীয় অনুমতি পেয়ে যাব।’
এর আগে মোশাররফ করিম অভিনীত ‘হুব্বা’ সিনেমাটিও বাংলাদেশে আমদানি করেছিল জাজ মাল্টিমিডিয়া। হুগলির ডনখ্যাত হুব্বা শ্যামলকে কেন্দ্র সিনেমাটি পরিচালনা করেন ব্রাত্য বসু।পদাতিক প্রযোজনা করেছে ফ্রেন্ডস কমিউনিকেশন। এতে মৃণাল সেনের যুবক ও বয়স্ক—দুই চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। নির্মাতার কিশোর বয়সের চরিত্রে অভিনয় করেছেন কোরক সামন্ত। মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে রয়েছেন মনামী ঘোষ। মৃণালপুত্র কুণাল সেনের চরিত্রে আছেন সম্রাট চক্রবর্তী।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *