fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০১৯; ৩০শে কার্তিক, ১৪২৬; ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪১
হোম সংবাদ ২৪ ঘন্টা হাতের কাঁপুনিতে কিছু ধরতে পারছেন না খালেদা জিয়া: ফখরুল
হাতের কাঁপুনিতে কিছু ধরতে পারছেন না খালেদা জিয়া: ফখরুল

হাতের কাঁপুনিতে কিছু ধরতে পারছেন না খালেদা জিয়া: ফখরুল

7
0

প্রচণ্ড ব্যথা ও হাতের কাঁপুনির কারণে কোনো কিছু ধরতে পারছেন না খালেদা জিয়া। এই বয়সে এ রোগগুলোর নিয়মিত চিকিৎসা করা না হলে জীবননাশের প্রচণ্ড ঝুঁকি থাকে। একথা বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কিত এসব তথ্য দেন।

তিনি বলেন, ‘তিন মাস আগে খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত সরকারি মেডিকেল বোর্ড গতকাল প্রথমবারের মতো তাঁকে দেখতে যায়। চিকিৎসা না দিয়ে সরকার ধীরে ধীরে তাঁকে (খালেদা জিয়াকে) মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। পরিকল্পিতভাবে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।’

খালেদা জিয়ার চিকিৎসায় কালবিলম্ব করার কারণে যদি কোনো শারীরিক ক্ষতি হয়, তার দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে উল্লেখ করে খালেদা জিয়ার সর্বোচ্চ সুচিকিৎসার দাবি জানান মির্জা ফখরুল। এ জন্য দল খরচ বহন করতেও প্রস্তুত বলে জানান তিনি।

(7)

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।