fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২০; ২২শে শ্রাবণ, ১৪২৭; ১৫ই জিলহজ্জ, ১৪৪১
হোম আন্তর্জাতিক হলিউডের মুভির গল্প লিখেছেন বাংলাদেশি
হলিউডের মুভির গল্প লিখেছেন বাংলাদেশি

হলিউডের মুভির গল্প লিখেছেন বাংলাদেশি

0

বড় বাজেটের আরও একটি চলচ্চিত্র তৈরি করছে নেটফ্লিক্স। ‘লিভ দ্য ওয়ার্ল্ড বিহাইন্ড’ নামের ছবিটিতে অভিনয় করছেন অস্কারজয়ী দুই তারকা ডেনজেল ওয়াশিংটন ও জুলিয়া রবার্টস। ছবির গল্প নেওয়া হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত লেখক রুমান আলমের উপন্যাস থেকে। চলতি বছরই উপন্যাসটি হরপারক্লিনস পাবলিকেশন ইমপ্রিন্ট থেকে প্রকাশ করা হয়।

এটির নামও ‘লিভ দ্য ওয়ার্ল্ড বিহাইন্ড’। ছবির অন্যতম প্রযোজক হিসেবেও আছেন রুমান। জানা যায়, এর গল্প গড়ে উঠেছে দুটি পরিবার কেন্দ্র করে, যারা একটি বিচ্ছিন্ন দ্বীপের মতো স্থানে ছুটি কাটাতে যায়; কিন্তু ভয়ঙ্কর এক ভুলের ফাঁদে পা দিয়ে ফেলে তারা। ছবিটি পরিচালনা করছেন সাইবার সিকিউরিটি থ্রিলার সিরিজ ‘মি. রোবট’-এর নির্মাতা স্যাম এসমাইল।

ডেনজেল-জুলিয়া এর আগে সর্বশেষ একসঙ্গে অভিনয় করেছেন ‘দ্য পেলিকান ব্রিফ’ ছবিতে। এটি ১৯৯৩ সালে মুক্তি পায়। ফলে প্রায় ২৭ বছর পর একই পর্দা ভাগাভাগি করতে যাচ্ছেন তারা।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।