fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

শুক্রবার, ২৯শে মে, ২০২০; ১৫ই জ্যৈষ্ঠ, ১৪২৭; ৫ই শাওয়াল, ১৪৪১
হোম গণমাধ্যম ‘সোর্স’ তৈরী অনুসন্ধানী সাংবাদিকতার প্রধান কাজ: মোস্তফা মল্লিক
‘সোর্স’ তৈরী অনুসন্ধানী সাংবাদিকতার প্রধান কাজ: মোস্তফা মল্লিক

‘সোর্স’ তৈরী অনুসন্ধানী সাংবাদিকতার প্রধান কাজ: মোস্তফা মল্লিক

0

‘খবরের ভেতরের খবর বের করতে হলে অবশ্যই একজন সাংবাদিকের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো ‘সোর্স’ তৈরী করা। যে সাংবাদিকের সোর্স যদি শক্তিশালী, তিনি তত বেশি খবরের গভীরে প্রবেশ করতে পারেন।’ এমনটাই বললেন, চ্যানেল আই এর বিশেষ প্রতিনিধি মোস্তফা মল্লিক।

শুক্রবার (১৮ জানুয়ারী) চেঞ্জ টিভি ডট প্রেসের উদ্যোগে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনের দ্বিতীয় সেশনে প্রশিক্ষক হিসেবে আলোচনায় তিনি এ কথা বলেন।

অংশগ্রহণকারীদের উদ্দেশে মোস্তফা মল্লিক বলেন, অনুসন্ধানী সাংবাদিকতার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ঘটনার পেছনে লেগে থাকা, ফলোআপে থাকা। একটি ঘটনার প্রাথমিক রিপোর্ট করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। ফলোআপের পর ফলোআপ রিপোর্ট করলেই ঘটনাটি এক সময় পূর্ণতা পায়। তখন সেটি দেশ ও মানুষের কাজে আসে।

কর্মশালায় মোস্তফা মল্লিক তার নিজের তৈরী করা বেশ কয়েকটি অনুসন্ধানী রিপোর্ট প্রদর্শন করেন এবং কোন ঘটনার প্রেক্ষিতে কোন রিপোর্টটি করা হয়েছিলো এবং তার ফল কি দাঁড়িয়েছিলো তার ব্যাখ্যা দেন।

অংশগ্রহণকারীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এধরনের অনুসন্ধানী প্রতিবেদন করতে গেলে মাঠ পর্যায়ে নানা ধরনের ঝুঁকি থাকে, নানান ঝামেলা তৈরী হয়। যে কারণে মাঠে নামার আগে কি কি বাধা আসতে পারে এবং সেগুলো থেকে উত্তরণের পথ কি হতে পারে তা আগে থেকেই পরিকল্পনায় থাকা জরুরী।

এর আগে, শুক্রবার সকালে চেঞ্জ টিভি কার্যালয়ে প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, গণমাধ্যমটির উপদেষ্টা সম্পাদক ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন।

চেঞ্জ টিভির প্রধান বার্তা সম্পাদক আমিরুল মোমেনীন মানিকের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে আরো উপস্থিত ছিলেন, চেঞ্জ টিভির বিশেষ প্রতিনিধি নয়ন মুরাদ, ইন্টারন্যাশনাল ডেস্ক কো অর্ডিনেটর আমিনুল ইসলাম শান্ত ও আইন উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল করিম।

কর্মশালায় যারা অংশ নিয়েছেন তারা হলেন, চেঞ্জ টিভি’র গাজীপুর প্রতিনিধি ফরিদুল ইসলাম, কুষ্টিয়া  প্রতিনিধি কে এম আর শাহীন, কিশোরগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম, নাটোর থেকে সুফি শান্তু, বগুড়া থেকে রাহাতুল আলম রাহাত, রংপুর থেকে আব্দুল্লাহ আল মাসুদ, যশোর থেকে মখলেসুর রহমান মুকুল।

 

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।