fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০১৯; ২২শে অগ্রহায়ণ, ১৪২৬; ৮ই রবিউস-সানি, ১৪৪১
হোম সাক্ষাৎকার সেদিন কেউ আমার কথা শোনেনি: জাহালম

সেদিন কেউ আমার কথা শোনেনি: জাহালম

200
0

দুদকের মামলায় বিনা অপরাধে তিন বছর জেল খেটে অবশেষে হাইকোর্টে নির্দোষ প্রমাণিত হয়ে ‍মুক্তি পেয়েছেন নিরীহ পাটকল শ্রমিক জাহালম।

চেঞ্জ টিভি. প্রেসের বিশেষ টকশোতে অংশ নিয়ে জাহালম জানান, শুরু থেকেই আমি দুদক কর্মকর্তাদের অনেক বোঝানোর চেষ্টা করেছি যে, এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। পুলিশ যেদিন আমাকে নরসিংদী থেকে গ্রেফতার করে সেদিনও অনেক অনুরোধ করে বলেছি, ‘স্যার আমি আবু সালেক না। আমি জাহালম।’ কিন্তু সেদিন কেউ আমার কথা শোনেনি।

টকশোতে অংশ নেন চ্যানেল২৪ এর স্টাফ রিপোর্টার শাহরিয়ার আরিফ। যার অনুসন্ধানী প্রতিবেদনের সূত্র ধরেই জাহালমের মুক্তির পথ আবিস্কার হয়। তিনি জানান, এ ঘটনার আদ্যোপান্ত।

(ভিডিওতে ক্লিক করে দেখুন পুরো টকশো)

(200)

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।