fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

শুক্রবার, ৫ই জুন, ২০২০; ২২শে জ্যৈষ্ঠ, ১৪২৭; ১২ই শাওয়াল, ১৪৪১
হোম ক্রীড়া সাবেক খেলোয়াড়দের ভবিষ্যদ্বাণীতে এবারের বিশ্বকাপ
সাবেক খেলোয়াড়দের ভবিষ্যদ্বাণীতে এবারের বিশ্বকাপ

সাবেক খেলোয়াড়দের ভবিষ্যদ্বাণীতে এবারের বিশ্বকাপ

0

দ্য ওভালে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিকদের ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশ সংস্করণ। আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে বিশ্বের এক নম্বর দল এ মুহূর্তে ইংল্যন্ড। তাহলে কি ১৪ জুলাই ট্রফি শোভা পাবে তাদের হাতে? সাবেক খেলোয়াড়রা এ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন।

মাইকেল ভন (সাবেক ইংল্যান্ড অধিনায়ক):
ইংল্যান্ড বিশ্বের এক নম্বর দল। নিজেদের মাঠে অপ্রতিরোধ্য। সেমিফাইনালে ওদের না খেলার কোনো কারণ দেখছি না আমি। অস্ট্রেলিয়া দলে ফিরেছে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। ওদের বোলিং আক্রমণ সেরা, এ নিয়ে আপনি তর্ক করতেই পারেন।

ভারতের কথায় আসি। বিরাট কোহলি বিশ্বের সেরা ব্যাটসম্যান। আর জাসপ্রিত বুমরাহ বিশ্বের সেরা বোলার। পাকিস্তান তো পাকিস্তানই। শীর্ষ চারে জায়গা করে নিতে ওরা ঠিকই পথ খুঁজে বের করে নেবে। ইংল্যান্ডকে পরীক্ষা দিতে হবে। তবে আমি আমার দেশের চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে নিঃসংশয়।

অ্যালেক স্টুয়ার্ট (সাবেক ইংল্যান্ড অধিনায়ক):
ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারত খেলবে সেমিফাইনালে। আর যদি ডেল স্টেইন ফিট থাকে, তাহলে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ড দলটা ভারসাম্যপূর্ণ। ভারতের আছে সেরা সব খেলোয়াড়। অস্ট্রেলিয়া সঠিক সময়ে জ্বলে উঠতে শুরু করেছে। দক্ষিণ আফ্রিকার সাফল্যের মূলে থাকবে স্টেইন। সে অভিজ্ঞ বোলার। বল হাতে দারুণ কিছু করতে পারে। আমি ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন ধরে নিয়েছি। অধিনায়ক ইয়ন মরগ্যান ও কোচ ট্রেভর বেলিস যুগলে যে দুর্দান্ত কাজ হয়েছে, তাতে ফাইনালে ইংল্যান্ডের খেলাটা হবে যথার্থ।

ওয়াকার ইউনুস (সাবেক পাকিস্তান অধিনায়ক):
এবারের বিশ্বকাপ যে ফরম্যাটে হচ্ছে, তাতে ফর্মে থাকা যে কোনো দল শেষ চারে জায়গা করে নিতে পারে। ইংল্যান্ড ফেভারিট। অস্ট্রেলিয়া আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে। আর উপমহাদেশ থেকে সম্ভাব্য সেমিফাইনালিস্ট ভারত। এরপর আমার হৃদয় বলতে চায় পাকিস্তানের নাম। তবে নিউজিল্যান্ডকে সম্ভাব্য সেমিফাইনালিস্ট হিসেবে রাখতে চাই। চ্যাম্পিয়ন হবে কে, আমি বলতে পারি না। খুব সম্ভবত সেই দলটা হতে পারে ইংল্যান্ড।

জর্জ ডোবেল (ইএসপিএনক্রিকইনফো):
ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও নিউজিল্যান্ড সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা বিপজ্জনক। আফগানিস্তান, শ্রীলংকা ও বাংলাদেশকে খাবি খেতে হতে পারে। ইংল্যান্ডে এই গ্রীষ্মে যদি অস্ট্রেলিয়া বিশ্বকাপ জেতে, তাহলে তা কষ্টের হবে। তবে এবারই সুবর্ণ সুযোগ ইংল্যান্ডের।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।