fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০১৯; ৩রা কার্তিক, ১৪২৬; ১৭ই সফর, ১৪৪১
হোম Uncategorized সাতক্ষীরায় ধানের শীষের প্রার্থী গ্রেপ্তার
সাতক্ষীরায় ধানের শীষের প্রার্থী গ্রেপ্তার

সাতক্ষীরায় ধানের শীষের প্রার্থী গ্রেপ্তার

0
0

সাতক্ষীরা-৪  আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামসহ দলটির চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে তাঁদের বাড়ি শ্যামনগরের ইসমাইলপুর ও আটুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া অন্য তিনজন হলেন শ্যামনগর উপজেলা পরিষদের বহিষ্কৃত চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুল বারী, পদ্মপুকুর ইউনিয়ন জামায়াতের আমির আবদুর রব ও উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি মো. বারী।

গ্রেপ্তার হওয়া গাজী নজরুল ইসলাম দুই বারের সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পরিষদের সদস্য। জামায়াতের নিবন্ধন না থাকায় দলের অন্য প্রার্থীদের মতো তিনিও এবার ধানের শীষ প্রতীক নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। অন্যদিকে মাওলানা আবদুল বারী তিনবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ২০টি মামলা রয়েছে। এ ছাড়া মাওলানা আবদুল বারীসহ অন্যদের বিরুদ্ধেও নাশকতার কয়েকটি করে মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তারের পর তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

(0)

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।