fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা সহনশীলতার বিকল্প নেই: তথ্যমন্ত্রী
সহনশীলতার বিকল্প নেই: তথ্যমন্ত্রী

সহনশীলতার বিকল্প নেই: তথ্যমন্ত্রী

3
0

‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় সহনশীলতার বিকল্প নেই। গণতান্ত্রিক সমাজে সংলাপ জরুরি।’ এমন মন্তব্য করেছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ব বেতার দিবস ও শ্রোতা সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘দেশ আজ বদলে গেছে। আমরা এ বদলে যাওয়ার অভিযাত্রায় বাংলাদেশকে আরো নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। সেই নতুন উচ্চতায় নিয়ে যেতে হলে, উন্নত রাষ্ট্র গঠন করতে হলে উন্নত জাতি প্রয়োজন। শুধু মেধাসম্পন্ন মানুষ দিয়ে দেশ পরিবর্তন হয় না। মেধার সঙ্গে যদি মূল্যবোধের সমন্বয় এবং দেশাত্মবোধের সমন্বয় না হয়, শুধু মেধাসম্পন্ন মানুষ দিয়ে সবকিছু হয় না।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বেতার এখনো গণমানুষের কাছে অন্য যেকোনো গণমাধ্যমের দ্রুত বার্তা পৌঁছে দেয়।’ আর একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় বেতারের ভূমিকা অনন্য বলে মনে করেন তিনি। তথ্যমন্ত্রী বাংলাদেশ বেতারের মানসম্মত অনুষ্ঠান প্রচারের আহ্বান জানান।

বেতার দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে।

(3)

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।