fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২০; ২১শে জ্যৈষ্ঠ, ১৪২৭; ১১ই শাওয়াল, ১৪৪১
হোম সংবাদ ২৪ ঘন্টা সরকারেই থাকছে জাতীয় পার্টি
সরকারেই থাকছে জাতীয় পার্টি

সরকারেই থাকছে জাতীয় পার্টি

0

বিরোধী দলে নয়, সরকারে থাকছে জাতীয় পার্টি। এমন ইচ্ছা প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। বৃহস্পতিবার তিনি এ কথা জানান। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর নির্ভর করছে বলেও জানান তিনি।

তবে সংসদ নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া ও দশম সংসদের বিরোধী দল জাতীয় পার্টি নতুন সংসদে নিজেদের অবস্থান কী হবে তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্তে আসতে পারেনি। নির্বাচনের পর থেকে দলটি এ বিষয়ে কয়েক দফা বৈঠক করেও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি।

বৃহস্পতিবার সংসদে জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘আমরা মহাজোটগতভাবে নির্বাচন করেছি। তাই অধিকাংশ এমপিই সরকারের সঙ্গে থাকতে চায়। এ বিষয়ে মহাজোটের নেত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নেবেন তা-ই চূড়ান্ত।’

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।