fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

বুধবার, ৮ই জুলাই, ২০২০; ২৪শে আষাঢ়, ১৪২৭; ১৬ই জিলক্বদ, ১৪৪১
হোম জাতীয় সংসদ উত্তপ্ত: ধর্ম প্রতিমন্ত্রীর পদত্যাগ দাবি
সংসদ উত্তপ্ত: ধর্ম প্রতিমন্ত্রীর পদত্যাগ দাবি

সংসদ উত্তপ্ত: ধর্ম প্রতিমন্ত্রীর পদত্যাগ দাবি

0

চাঁদ দেখা ইস্যুতে ধর্মমন্ত্রীর পদত্যাগ দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে প্রথম দিনের সংসদ অধিবেশন। গতকাল এ ইস্যুতে বিএনপির সংসদ সদস্যদের পাশাপাশি প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্যরাও কড়া বক্তব্য রাখেন। সব মিলিয়ে সংসদ অধিবেশন উত্তপ্ত থাকে।

বিএনপির সংসদ সদস্য হারুন অর রশিদ ঈদের চাঁদ দেখা নিয়ে বিভ্রান্তের সমালোচনা করে বলেন, বাংলাদেশের রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম। ঈদের চাঁদ দেখা কমিটি রয়েছে। চাঁদ দেখা যায় সন্ধ্যার সময়। ধর্ম প্রতিমন্ত্রী প্রথমে রাত ৯টায় ঘোষণা দিলেন- কোথাও চাঁদ দেখা যায়নি, ঈদ হবে না। ওই দিন রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ করেই আবার বলা হলো- চাঁদ দেখা গেছে, কাল ঈদ। এ নিয়ে জনমনে মারাত্মক ভোগান্তির সৃষ্টি করেছে। আর, ধর্ম যার যার, উৎসব সবার’ এ কথা যারা বলেন তাদের জ্ঞানের অভাব রয়েছে। এ কথাটি যদি মানতে হয় তাহলে রাষ্ট্রধর্ম বাতিল করা উচিত।

এ সময় তিনি চাঁদ দেখা নিয়ে বিভ্রান্তকে কেন্দ্র করে ধর্মপ্রতিমন্ত্রীর পদত্যাগ দাবি করলে সরকারি দলের সংসদ সদস্যরা তীব্র প্রতিবাদ জানান।

পয়েন্ট অব অর্ডারে জাতীয় পার্টির পীর ফজলুর রহমান বলেন, ৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর জিয়াউর রহমান ক্ষমতায় এসে দেশে মদ-জুয়ার লাইসেন্স দিয়েছিল। বিএনপির আমলে জঙ্গিবাদ, বাংলা ভাই-শায়খ আবদুর রহমানদের তৎপরতা দেশবাসী দেখেছে। কিন্তু ঈদে চাঁদ দেখা নিয়ে জনগণকে ভোগান্তি দেয়া হয়েছে। আর রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রে বালিশের দাম নিয়ে সারাদেশে তোলপাড় চলছে।

জাতীয় পার্টির ফখরুল ইমাম বলেন, দেশে আসলে হচ্ছেটা কি? নির্বাচনের আগে এই সরকারের একটি প্রতিশ্রুতি ছিল দুর্নীতিমুক্ত রাষ্ট্র। এখন দেখতে পাচ্ছি কিছুই হচ্ছে না। ব্যাংক থেকে অনেক টাকা গায়েব হয়ে গেছে। এত টাকা গেল কোথায়? বলা হচ্ছে প্রবৃদ্ধি ৮ শতাংশ ছড়িয়েছে তাহলে ব্যাংকের টাকা গেল কোথায়? ঋণের টাকা ফেরত আসছে না। আসলে টাকা যাচ্ছে কোথায় সরকারের সেটা খতিয়ে দেখা উচিত।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।