fbpx
হোম বিনোদন শেষ বেলায় কাশফুলের বনে হারালেন তিশা
শেষ বেলায় কাশফুলের বনে হারালেন তিশা

শেষ বেলায় কাশফুলের বনে হারালেন তিশা

0

শরৎ এর বিদায় ঘন্টা বাজছে। প্রকৃতি কাশফুলের শুভ্রতা ছেড়ে হেমন্তের হিমেল হাওয়ায় দোল খাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে। এদিকে শরৎকালের শেষ বেলায় কাশফুলের বনে হারালেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
তিশা তার ফেসবুক পেজে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। ছবিতে কাশফুলের মাঝে লাল শাড়িতে বাঙালি সাজে ধরা দিয়েছেন।
পোস্টের ক্যাপশনে তিশা লিখেছেন, ‘মেঘের দিনে, কাশফুলের বনে।’
লাল শাড়িতে আকাশের দিকে তাকানো খোলা চুলের তিশা কাশফুলের মাঝে যেন সত্যি হারিয়ে গেছেন।
আর তার কপালে ছোট্ট টিপ ও মিষ্টি হাসিতে মুগ্ধ নেটিজেনরা।
উচ্ছ্বাসভরা মুখ এবং লো মেকআপ লুক আর চোখের চাহনি অভিনেত্রীকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
নতুন কুড়ির শিশুশিল্পী থেকে আজকের অন্যতম অভিনেত্রী তিশা অভিনয় দক্ষতায় দর্শক সবসময়ই মুগ্ধ হন। সাত প্রহরের কাব্য নাটক দিয়ে টেলিভিশন পর্দায় তার অভিষেক হয়।
২০১০ সালের পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিশা। এ তারকা দম্পতির ইলহাম নুসরাত ফারুকী নামে একটি কন্যা সন্তান রয়েছে।

 

 

 

 

 

ইত্তেফাক

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *