fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

রবিবার, ৫ই জুলাই, ২০২০; ২১শে আষাঢ়, ১৪২৭; ১২ই জিলক্বদ, ১৪৪১
হোম রাজনীতি শেখ হাসিনা বিশ্বের শ্রেষ্ঠ দুর্নীতিমুক্ত রাষ্ট্রপ্রধান: শ ম রেজাউল করিম
শেখ হাসিনা বিশ্বের শ্রেষ্ঠ দুর্নীতিমুক্ত রাষ্ট্রপ্রধান: শ ম রেজাউল করিম

শেখ হাসিনা বিশ্বের শ্রেষ্ঠ দুর্নীতিমুক্ত রাষ্ট্রপ্রধান: শ ম রেজাউল করিম

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের শ্রেষ্ঠ দুর্নীতিমুক্ত রাষ্ট্রপ্রধান বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি আরও মন্তব্য করেছেন যে, দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতুর সিংহভাগ কাজ শেষ। দেশকে দুর্নীতিমুক্ত রাখতে পারার কারণেই এ উন্নয়ন কাজ বাস্তবায়ন হয়েছে।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। ১০ বছরে দেশের যে উন্নয়ন হয়েছে, তা একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই সম্ভব হয়েছে।

নাজিরপুরে দীর্ঘায় তালতলা নদীর উপর নির্মিত শেখ হাসিনা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল শুক্রবার বিকেলে মন্ত্রী এসব কথা বলেন।

এলজিইডির অর্থায়নে প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে নাজিরপুর-বৈঠাকাটা সড়কে তালতলা নদীর উপর নির্মিত এ সেতুর ভিত্তি স্থাপন করা হয়েছিল ২০১২ সালে। ৩৬০ মিটার দীর্ঘ ও ৮ দশমিক ৪ মিটার প্রস্থের সেতুটির নির্মাণকাজ শেষ হয়েছে গত ডিসেম্বরে। সেতুটি নির্মাণে উপজেলার দীর্ঘা, দেউলবাড়ি ও কলরাদোয়ানিয়ারসহ বরিশালের বানারিপাড়া ও স্বরূপকাঠী হয়ে সড়ক পথে ঢাকার যোগাযোগ সহজ হল বলে মনে করছেন স্থানীয় সাধারণ মানুষ।

 

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।