fbpx
হোম অনুসন্ধান শিবির নেতার বাড়ি থেকে পাকিস্তানি পতাকা উদ্ধারের দাবি পুলিশের !
শিবির নেতার বাড়ি থেকে পাকিস্তানি পতাকা উদ্ধারের দাবি পুলিশের !

শিবির নেতার বাড়ি থেকে পাকিস্তানি পতাকা উদ্ধারের দাবি পুলিশের !

1

রাজশাহীর বাঘায় শিবির নেতা আইয়ুব আলীর বাড়ি থেকে পাকিস্তানি পতাকা উদ্ধার করেছে বলে দাবি করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আমোদপুর গ্রামে তার বাড়ি থেকে এ পতাকা উদ্ধার করা হয়।

এ সময় এক বস্তা বিভিন্ন ইসলামি বই ও দলীয় কুপন উদ্ধার করা হয়। পুলিশ এসব বইকে জিহাদি বই বলে দাবি করছে।

পুলিশ জানায়, আইয়ুব আলী উপজেলার আমোদপুর গ্রামের আজগর আলীর ছেলে ও রাজশাহী জেলা ছাত্রশিবিরের আরডি এবং বাঘা উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি।

বৃহস্পতিবার সন্ধ্যায় আইয়ুব আলী আমোদপুর গ্রামের নিজ বাড়িতে ১৫-২০ জনের একটি শিবির নেতার দল নিয়ে গোপন বৈঠক করছিলেন বলেও জানান পুলিশের সদস্যরা ।

পুলিশ আরো জানায়, এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যান আইয়ুব আলী। পরে তার বাড়ি তল্লাশি করে বিভিন্ন প্রকার দুই শতাধিক ইসলামি বই, পাকিস্তানি পতাকা ও দলীয় কুপন জব্দ করা হয়।

বাঘা থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবির নেতা আইয়ুব আলীর বাড়িতে অভিযান চালিয়ে এক বস্তা  বই, অর্থ আদায়ের রশিদ, দলে যোগদানের কুপন ও পাকিস্তানি পতাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।

তথ্যসূত্র: দৈনিক যুগান্তর

Like
Like Love Haha Wow Sad Angry
1

Comment()

  1. শিবিরের কাছে জিহাদি বই পাবে কিন্তু বিদেশি বিভিন্ন রাউন্ড গুলি অথবা ভালো ভালো পিস্তল পাওয়া দুস্কর হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ।

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *