fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

বুধবার, ৩রা জুন, ২০২০; ২০শে জ্যৈষ্ঠ, ১৪২৭; ১০ই শাওয়াল, ১৪৪১
হোম সংবাদ ২৪ ঘন্টা শিক্ষামন্ত্রীর হুশিয়ারী…
শিক্ষামন্ত্রীর হুশিয়ারী…

শিক্ষামন্ত্রীর হুশিয়ারী…

0

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘কঠোর, তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারি চলছে। ইতোমধ্যে বেশকিছু গ্রেফতার হয়েছে, যাদের হয়তো কোনো অপচেষ্টা ছিল। কোনোভাবে যদি কারো কোনো ধরনের অপচেষ্টার সঙ্গে যুক্ত হওয়ার খবর মেলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

আজ শনিবার রাজধানীর একটি এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। এ সময় পাশে ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শিক্ষামন্ত্রী বলেন, ‘যেভাবে নির্দেশনা আছে ঠিক সেভাবে এখানে পরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্রসহ অন্যান্য বাকি যে প্রক্রিয়া অনুসরণ করার কথা সে প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। আমরা আশা করছি সারাদেশে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ও সুষ্ঠুভাবে আমাদের সব পরীক্ষা সম্পন্ন হবে।’

কোথাও প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি উল্লেখ করে শিক্ষার্থীদের পরীক্ষায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন শিক্ষামন্ত্রী।

সারা দেশে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি; মাদ্রাসা বোর্ডের দাখিল ও কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরু হওয়ার পর রাজধানীর আশকোনায় ফজিলাতুন্নেছা স্কুল কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

এসএসসিতে ১৭ লাখ ১০২ জন; দাখিলে তিন লাখ ১০ হাজার ১৭২ জন এবং এসএসসি- ভোকেশনালে এক লাখ ২৫ হাজার, ৫৯ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।