fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

শনিবার, ১১ই জুলাই, ২০২০; ২৭শে আষাঢ়, ১৪২৭; ১৯শে জিলক্বদ, ১৪৪১
হোম বিনোদন শাকিব খানের পাসওয়ার্ড এর চেয়ে এগিয়ে নোলক
শাকিব খানের পাসওয়ার্ড এর চেয়ে এগিয়ে নোলক

শাকিব খানের পাসওয়ার্ড এর চেয়ে এগিয়ে নোলক

0

পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে সাকিব অভিনীত দুইটি সিনেমা। তাই ঈদের আগে থেকে দর্শক টানতে চলছিল ব্যাপক প্রচারণা। তবে মুক্তিপ্রাপ্ত সিনেমার ভেতর দর্শক প্রিয়তায় পাসওয়ার্ডের চেয়ে এগিয়ে নোলক।

বসুন্ধরা সিনেপ্লেক্সে লম্বা লাইনে প্রায় ৪০ মিনিট দাঁড়িয়ে থেকে ‘নোলক’ ছবির টিকেট সংগ্রহ করেছে অনেকে । তখনো ছবি শুরু হতে আড়াই ঘণ্টা বাকি। আবার অনেকেই টিকেট না পেয়ে পরের দিনের টিকেট কেটেছে। গতকাল সন্ধ্যায় ‘নোলক’ ছবি দেখে এমন মন্তব্য করেছেন।

গণমাধ্যমকর্মী নয়ন অরন্য’র স্ত্রী ফারহানা আক্তার বলেন, ‘সিনেপ্লেক্স ছিল দর্শকপূর্ণ। সব চেয়ে ভালো লেগেছে যাঁরা ছবি দেখতে এসেছেন প্রায় সবাই আমাদের মতো পরিবার নিয়ে এসেছে । অনেক দিন পর এমন সপরিবারের দর্শক দেখেছি। ছবিটি দেখে অনেক ভালো লেগেছে। এমন ছবি সিনেমা হলে দর্শক তৈরি করবে বলে মনে করি।

জোনাকি সিনেমা হলেও ভালো চলছে ‘নোলক’।
অন্যদিকে, সিনেমা দেখে অনেক দর্শক ছবির গল্প ও মেকিং নিয়ে প্রশংসা করেছেন।

তবে ঈদে মুক্তি পাওয়া সাকিব খানের আরেক ছবি ‘পাসওয়ার্ড’ দর্শক জনপ্রিয়তা অর্জন করতে পারেনি।

ঈদ উপলক্ষে শাকিব খান ও ববি অভিনীত, সাকিব সনেট পরিচালিত ও প্রযোজিত ‘নোলক’ ছবিটি মুক্তি পেয়েছে দেশের ৭৭টি সিনেমা হলে। ববি-শাকিব জুটির পঞ্চম ছবি এটি। পারিবারিক গল্পের ছবিটিতে আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, নিমা রহমান, ওমর সানী, মৌসুমী, শহীদুল আলম সাচ্চু, রেবেকা, ভারতের রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত। কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন ফেরারী ফরহাদ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।