fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০১৯; ৩রা কার্তিক, ১৪২৬; ১৭ই সফর, ১৪৪১
হোম আন্তর্জাতিক লোটে শেরিং এর রাজনৈতিক উত্থান
লোটে শেরিং এর রাজনৈতিক উত্থান

লোটে শেরিং এর রাজনৈতিক উত্থান

33
0

ডা. লোটে শেরিং। যিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ২৮ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এমবিবিএস পাশ করে বাংলাদেশেই জেনারেল সার্জারি বিষয়ে এফসিপিএস করেন।

২০১৩ সালে তিনি সিভিল সার্ভিস থেকে অব্যাহতি নিয়ে রাজনীতিতে যোগদান করেন। তার রাজনৈতিক দলের নাম- ‘ড্রক নামরূপ শকবার (ডিএনটি)’। রাজনীতিতে যোগদানের পরে লোটে শেরিং দলটির নেতৃত্ব দেন। এরপরই শুরু হয় তার রাজনৈতিক উত্থান।

২০১৮ সালের শুরুতেই দলকে  শীর্ষপর্যায়ে নিয়ে আসেন লোটে শরিং।

২০১৮ সালে ভুটানের ন্যাশনাল এসেম্বলির নির্বাচনে ৪৭টি আসনের মধ্যে তার দল ৩০টি আসনে হয় লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সবাইকে তাক লাগিয়ে দেয়। জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. লোটে শেরিং বলেছিলেন, নির্বাচনে জয়ের জন্য জনগণ ও গণমাধ্যম বিশেষভাবে অবদান রেখেছে।

৭ নভেম্বর, ২০১৮ সালে লোটে শরিং প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তিনি ১৪ মে ২০১৮ থেকে ২৩ অক্টোবর ২০১৮ পর্যন্ত ড্রক নামরূপ শকবার  দলের প্রধানের দায়িত্ব পালন করেন।

বাংলাদেশে রাষ্ট্রীয় সফরে এসে ভুটানের এই প্রধানমন্ত্রী ১৫ এপ্রিল  বেলা ১১টার দিকে হেলিকপ্টারে করে ময়মনসিংহে পৌঁছান। এরপর তিনি তার নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ময়মনসিংহ মেডিকেল কলেজ মিলনায়তনে যান। সেখানে বাংলায় বক্তব্য দিয়ে লোটে শরিং নজর কাড়েন সবার।

ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং বক্তব্যের এক পর্যায়ে বলেছেন, ‘ভালো চিকিৎসক হতে হলে আগে ভালো মানুষ হতে হবে। মাঠ ভালো না হলে যা-ই রোপণ করি না কেন, কিছু উঠবে না সেখানে।’

(33)

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।