fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

শুক্রবার, ৫ই জুন, ২০২০; ২২শে জ্যৈষ্ঠ, ১৪২৭; ১২ই শাওয়াল, ১৪৪১
হোম ক্রীড়া রোজা আমার কাছে আধ্যাত্মিক ও শারীরিক অনুশীলনের মাস : হাশিম আমলা
রোজা আমার কাছে আধ্যাত্মিক ও শারীরিক অনুশীলনের মাস : হাশিম আমলা

রোজা আমার কাছে আধ্যাত্মিক ও শারীরিক অনুশীলনের মাস : হাশিম আমলা

0

ইংল্যান্ডের বৈরী আবহাওয়া বেশ ভালোমতোই টের পাওয়া যাচ্ছে বিশ্বকাপের আগে। বারবার হানা দিচ্ছে বৃষ্টি। এর আগে বাংলাদেশ-পাকিস্তান প্রস্তুতি ম্যাচও বৃষ্টির কারণে হয়েছে পরিত্যক্ত। প্রায় ম্যাচেই আবহাওয়ার ব্যাপারটি রাখতে হচ্ছে মাথায়।

ইংল্যান্ডের এই বিরক্তিকর আবহাওয়ায় সঙ্গে অন্য দেশের মানুষের মানিয়ে নেওয়া বেশ কঠিন। তবে এ অবস্থাতেও দক্ষিণ আফ্রিকার ওপেনিং ব্যাটসম্যান হাশিম আমলার তেমন কোনো সমস্যাই হচ্ছে না। এমনটাই জানালেন হাশিম আমলা । একই সাথে জানালেন, মূলত রোজা রাখার কারণেই তিনি এত সহজে মানিয়ে নিতে পারছেন। আফ্রিকান এই সেলিব্রিটি ক্রিকেটারের ভাষায়, রোজা বরং আমাকে মানিয়ে নিতে সাহায্য করছে।

চলছে রমজান মাস। একজন মুসলিম হিসেবে ইসলামের সকল নিয়ম মানার চেষ্টা করেন আমলা।

এবারের বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ রোজার মধ্যে হবে। এই সময়ে অনেক মুসলিম ক্রিকেটাররাই রোজা রেখে ম্যাচ খেলে থাকেন। যদিও রোজা রেখে ম্যাচ খেলার বিষয়টি নতুন নয়। এর আগেও অনেক ক্রিকেটার রোজা রেখে খেলেছেন।

রোজা রেখেই অনুশীলন করছেন এবং ম্যাচও খেলছেন হাশিম আমলা। আর রোজাই তাকে ইংল্যান্ডের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করছে জানিয়ে আমলা বলেন, এটা আসলেই আমাকে কন্ডিশনে মানিয়ে নিতে সাহায্য করছে। রোজা আসলেই বিশেষ কিছু, যা আমাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করে। এটা বছরের সেরা মাস। এটা মানসিক ও ধর্মীয়ভাবে প্রশান্তি দেয়। সারা বছর এই মাসটির জন্য মুখিয়ে থাকি। এটা আমার কাছে একইসাথে আধ্যাত্মিক ও শারীরিক অনুশীলনের মাস।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।