fbpx
হোম প্রবাস রিয়াদে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধা নিহত
রিয়াদে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধা নিহত

রিয়াদে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধা নিহত

66
0

সৌদি আরবের রাজধানী রিয়াদের সোলাই এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত এবং আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।

নিহত দুই বাংলাদেশি হলেন কুমিল্লার বরুড়া উপজেলার ইয়াসিন মিয়া এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ইয়াসিন আলী। তারা দু’জনেই একটি কোম্পানীতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে নিয়োজিত ছিলেন।

জানা গেছে, বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা ৪টার দিকে কাজ শেষ গাড়ীতে করে বাসায় ফিরছিলেন। তাদের বহনকারী গাড়ীটি সোলাই এলাকায় পৌঁছালে একটি লড়ির সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

নিহতদের লাশ বর্তমানে রিয়াদের সেমুসী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

(66)

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।