fbpx
হোম প্রবাস যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা
যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা

যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা

0

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে, ১০ জানুয়ারী নিউইয়র্কস্থ স্থানীয় সময় রাত ৮:০০ টায় জ্যাকসন হাইটসে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আ.লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আ.লীগ ছাড়াও যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা কৃষিবিদ আশরাফুজ্জামান, সোলায়মান আলীসহ স্থানীয় ও নিউজার্সী স্টেটের নেতৃবৃন্দ।

ড. সিদ্দিকুর রহমান তার বক্তব্যে বলেন, একজন বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়েছে। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশের আপামর জনসাধারণ দুর্বার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। ত্রিশ লক্ষ মানুষের প্রানের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মহান নায়ক আজকের এই দিনে ১০ জানুয়ারী, ১৯৭২ সালে পরাজিত শক্তি পাকিস্তানের বন্দি দশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরে আসেন। তাই বাঙ্গালীর জাতীয় জীবনে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ।অন্যান্য বক্তাগণও বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

Like
Like Love Haha Wow Sad Angry
101

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *