fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

মঙ্গলবার, ১২ই নভেম্বর, ২০১৯; ২৮শে কার্তিক, ১৪২৬; ১৩ই রবিউল-আউয়াল, ১৪৪১
হোম বাণিজ্য যখনই বাজেট ঘোষণা হয় তখনি সব কিছুর দাম বেড়ে যায়
যখনই বাজেট ঘোষণা হয় তখনি সব কিছুর দাম বেড়ে যায়

যখনই বাজেট ঘোষণা হয় তখনি সব কিছুর দাম বেড়ে যায়

17
0

বাজেটে দাম বাড়ছে না কোন পণ্যের। অর্থমন্ত্রীর এমন বক্তব্যের পরও দর বেড়েছে বেশ কিছু নিত্য পণ্যের। বাজেট বাস্তবায়ন হওয়ার আগেই দাম কার্যকর হওয়াকে অযৌক্তিক বলছেন ভোক্তারা। অসাধু কিছু ব্যবসায়ীর সিন্ডিকেটের কারণেই দাম বাড়ছে বলে জানান পাইকাররা। এদিকে চালের বাজারে সুখবর থাকলেও আবারো দর বেড়েছে আদা ও রসুনের।  

বাজেটে কোন পণ্যের দাম না বাড়ার সুখবর থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। বাজার ঘুরে দেখা যায় বাজেট ঘোষণার পরপরই দাম বেড়েছে চিনি, ভোজ্যতেল, গুড়ো দুধসহ বেশ কিছু নিত্যপণ্যের। এক শ্রেণীর সুবিধাভোগী ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়িয়েছে বলে দাবি পাইকারদের।

ক্রেতাদের একজন বলেন, যখনই বাজেট ঘোষণা হয় তখনি দেখি সব কিছুর দাম বেড়ে যায়।

তবে সুখবর আছে পাইকারি চালের বাজারে। নতুন চাল বাজারে আসায় মিনিকেট কমেছে কেজিতে ৭ টাকা আর নিম্নমুখী অন্যান্য চালের দরও। ঈদের পর আমদানি ঘাটতি থাকায় দর বেড়েছে আদা রসুন ও এলসি পেঁয়াজের। তবে কেজিতে ৫ টাকা পর্যন্ত কমেছে দেশী পেঁয়াজের দাম।

উর্ধ্বমুখী এলাচের দাম। এলাচ পাওয়া যাবে মানভেদে ১৮শ’ থেকে ২৬ শ’ টাকায়। আর জিরা বিক্রি হচ্ছে মানভেদে কেজি প্রতি ৩শ’ ১০ থেকে ৩শ’ ৮০ টাকায়।

(17)

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।