fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০১৯; ২১শে অগ্রহায়ণ, ১৪২৬; ৭ই রবিউস-সানি, ১৪৪১
হোম গণমাধ্যম মোহনা টিভির সিনিয়র রিপোর্টার নিখোঁজ
মোহনা টিভির সিনিয়র রিপোর্টার নিখোঁজ

মোহনা টিভির সিনিয়র রিপোর্টার নিখোঁজ

40
0

মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মুশফিকুর রহমান নিখোঁজ রয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার পর রাজধানীর গুলশান এক নম্বর গোল চত্বর থেকে নিখোঁজ হন তিনি । ওই দিন বিকালে মায়ের সঙ্গে দেখা করতে যান তিনি। পরে মায়ের সঙ্গে কথা শেষ করে মিরপুরের বাসায় ফেরার পথে নিখোঁজ হন তিনি।

অনেক খোঁজাখুজির পরও এখন পর্যন্ত সন্ধান মেলেনি। এ নিয়ে উদ্বিগ্ন পরিবার, আত্মীয় স্বজন ও সহকর্মীরা। এ বিষয়ে শনিবার রাতেই গুলশান থানায় একটি সাধারণ ডায়েরী করেন তার মামা এজাবুল হক। দ্রুত তার সন্ধান দাবি করেছেন পরিবারের সদস্যরা। তথ্যপ্রযুক্তির সহয়তায় মুশফিকুর রহমানকে উদ্ধারে কাজ করছে পুলিশ ।

গত ২১ জুলাই তাকে প্রাণনাশের হুমকি দিয়েছিল অজ্ঞাত ব্যক্তি। এ নিয়ে ২২ জুলাই রাজধানীর পল্লবী থানায় লিখিত অভিযোগ করেছিলেন মুশফিক।

(40)

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।